দিনটা ভরে ফেসবুকে আঙ্গুলের নাড়াচাড়া করে যা দেখছেন, তা আপনি নিজে দেখছেন না; বরং দেখানো হচ্ছে।প্রমাণ চান? বলতে পারবেন ঠিক আমার পোস্টটার পর কোন পোস্ট বা রিল বা ভিডিও সামনে আসবে? এর কোনো জবাব আপনি দিতে পারবেন না।
আপনার থট প্রসেসও সেভাবে তৈরি হচ্ছে। ৩০ সেকেন্ডের রিল বা টিকটক ভিডিও আপনার চিন্তার জগত জুড়ে বসছে। সবকিছুর প্রতি অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠছেন। তারপর দুম করে সব ভুলে নতুন চিন্তার মিছিলে যোগ দিচ্ছেন।
লাইব্রেরিতে সারাদিন ঘুরে মৌমাছির মতো জ্ঞান আহরণের দিন আছে নাকি? জ্ঞান তো সব এক ক্লিকেই!
অথচ,দিনশেষে অবাধ জ্ঞানের সেই সাগরে সাঁতরে গায়ে বালি জড়িয়ে তীরে ফিরে আসছেন। জ্ঞানের জল গায়ে লাগছে না।
জীবনটা কেমন যেনো একটা ওটিটি প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে। যা জানি, যা না জানি, যা প্রয়োজন, যা অপ্রয়োজন সবকিছু এসে মগজে ভীড় করছে।
দুনিয়ার সব মাথায় নিয়ে মাথাটাকে থিঙ্ক ট্যাংকের পরিবর্তে গারবেজ ট্যাংক বানিয়ে ঘুরছি। আমার বেশি কাছে আসবেন না। আবর্জনার গন্ধ নাকে লাগতে পারে।
আমারটা তো বললাম। আপনাদের কী অবস্থা?
লেখক: প্রণব মন্ডল, শিক্ষার্থী ; খুলনা বিশ্ববিদ্যালয়।
২১ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৭ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩২ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৩৪ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৪২ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে