নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র বিরুদ্ধে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ মে ) বিকেল ৫ ঘটিকায় ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১নং ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান- প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র বিরুদ্ধে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ছাতারপাইয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে উপস্থিত ছিলেন, ৩নং ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, এমপি'র স্হানীয় প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএস মোঃ মোশারেফ হোসেন, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আসম জাকারিয়া মামুন, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান পাটোয়ারী, ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদ, ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম (কন্ট্রাক্টর), ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাই, যুবলীগ নেতা গোলাপ, কামাল এবং ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।