নোয়াখালী সদরস্থ গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়িতে মা ও মেয়ের খুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জুন ) সকাল অনুমানিক ১০ ঘটিকায় নোয়াখালী সদরস্থ গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে ২-৩ জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে বাসায় অবস্থানরত মা ও মেয়েকে খুন করে মর্মে জানা যায়।
উল্লেখ্য,মা ঘটনাস্থলেই মারা যায় এবং মেয়েকে হাসপাতালে নেওয়ার পর সে মৃত্যুবরণ করে।
খুন হওয়া মা ও মেয়ের হলেন-১। মোসাম্মৎ নুরুন্নাহার (৩২) পিতা-হাজী সাইফুল্লাহ, স্বামী-ফজলে আজিম কচি, ২। প্রিয়ন্তী (১৭),পিতা-ফজলে আজিম কচি, উভয়ের ঠিকানা: গ্রাম-গুপ্তাঙ্ক,বার্লিংটন মোড় ০৫ নং ওয়ার্ড,পৌরসভা, সদর,নোয়াখালী।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল পিপিএম (বার) জানান, ঘটনাস্থলে সুধারাম মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন রয়েছে । উক্ত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আলতাফ হোসেন নামের একজনকে ঘটনাস্থল হতে আটক করে। বর্তমানে ধৃত আসামী সুধারাম মডেল থানা হেফাজতে রয়েছে ।
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে