পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে তরুনী অনশন ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা লঞ্চ কর্নফুলি ৩ এ অগ্নিকান্ড আহত ০৭ সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ আজও ভালো নেই ঢাকার বাতাস! আগামী ২৯ মে লাখাই উপজেলা পরিষদ নির্বাচন। কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছে দ্বিতীয় স্ত্রী চট্টগ্রামে হিটস্ট্রোকে শিশুসহ ২ জনের মৃত্যু ডিপফেকের শিকার আমির খান ছুটলেন থানায় হেলিকপ্টার দুর্ঘটনায় কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ১০ প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক ও পার্ক, উদ্বোধন ২৩ এপ্রিল হিট অ্যালার্টে আরও ৭ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি ঝিনাইদহ জেলার পানি উঠছে না নলকূপে আনন্দ-উচ্ছ্বাসে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হানিফ উদ্দিন মাস্টার আর নেই মনপুরায় খল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার। বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী র‍্যাবের অভিযানে স্বামী হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার টেকনাফ সীমান্ত দিয়ে ২৪ ঘন্টায় আশ্রয় নিল ২৪ বিজিপি সদস্য

সম্মেলনের প্রস্তুতি নিতে ছাত্রলীগকে শেখ হাসিনার নির্দেশ

ফাইল ছবি


◾ নিউজ ডেস্ক


ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশ ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে সংগঠনটির জন্য এই নির্দেশ দেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা। 


আগামী অক্টোবরের মধ্যে ছাত্রলীগের ৩০তম সম্মেলন করার প্রস্তুতি ভেতরে ভেতরে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি সাপেক্ষে অক্টোরের ১৫ তারিখের পর যে কোনো দিন সংগঠটির সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে ছাত্রলীগের একাধিক সূত্র প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে। 


আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর মধ্যে যেসব মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলোর সম্মেলন দ্রুত শেষ করতে চায় দলটির হাই কমান্ড। এরই অংশ হিসেবে সম্প্রতি (ভারত সফরের আগে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর এক সদস্যের মাধ্যমে ছাত্রলীগকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নেতা দলীয় সভাপতি শেখ হাসিনার ওই নির্দেশ ছাত্রলীগের দায়িত্বশীল নেতাদের পৌঁছে দিয়েছেন বলে দলটির দায়িত্বশীল একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 


তিনি জানান, ‘ছাত্রলীগের দায়িত্বশীল নেতাদের নেত্রীর (শেখ হাসিনা) সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশের বার্তা পৌঁছানো হয়েছে। পাশাপাশি তাদের জানানো হয়েছে ভারত সফর শেষে করে নেত্রী দেশে ফিরলে দেখা করে সম্মেলনের সম্ভাব্য তারিখ দেওয়ার জন্য।’


আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগেই ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে কথা হয় আওয়ামী লীগের হাই কমান্ডের মধ্যে। দলটির শীর্ষ মহল ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে আর কালক্ষেপণ করতে চায় না। সংগঠনটির ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের মে মাসে। সেই হিসেবে দুই বছরের কমিটি এরই মধ্যে চার বছর পার করে ফেলেছে। এ ছাড়া কমিটির মেয়াদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের অনিয়মের অভিযোগও উঠতে শুরু করেছে বর্তমান কমিটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। তাই আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন করার পক্ষে আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা। 


গত ৭ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাতেও এই বিষয়ে কথা হয়। এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের সম্মেলনের কথা বলেছিলেন। সেই সময় দুই দিনের মধ্যে সম্মেলনের সম্ভাব্য তারিখ আওয়ামী লীগের দপ্তরে জমা দিতেও বলা হয়। তবে সেই সময় কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের সম্মেলন করার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে নেন বর্তমান কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন নির্দেশনা আসার পর ওই সময় সম্মেলন করার বিষয়ে পদপ্রত্যাশীদের দিক থেকে বেশ চাপে পড়তে হয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে। সেই সময় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষার কথা বলে সেই যাত্রায় পরিস্থিতি সামাল দেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। 


জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সম্মেলনের বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। নেত্রী (শেখ হাসিনা) সময় দিলেই আমরা সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেব।’ 


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী অক্টোবরে সম্মেলন করার বিষয়ে বেশ গুঞ্জন রয়েছে সংগঠনের মধ্যে। যদিও সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিষয়ে অন্য নেতাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চান না। তবে সংগঠনে তাদের (জয় ও লেখক) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন নেতার মাধ্যমে অক্টোবরে সম্মেলনের প্রস্তুতির বিষয়টি জানা গেছে। 


নাম প্রকাশ না করার শর্তে সম্পাদকমণ্ডলীর এক সদস্য প্রতিদিনের বাংলাদেশকে জানান, যেটুকু জানতে পেরেছি অক্টোরের মধ্যে সম্মেলনের প্রস্তুতি চলছে। ১৫ তারিখের পর কোনো সময় সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলেও দাবি ওই নেতার। 


অনিয়ম, চাঁদাবাজিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। সেই সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি আল-নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এরপর ২০২০ সালের জানুয়ারিতে তাদের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। করোনা মহামারির মধ্যে জয়-লেখক কমিটি বেশকিছু পদক্ষেপ সর্বস্তরের প্রশংসা পেলেও, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও একলা চলো নীতির মতো অভিযোগ তুলেছেন বর্তমান কমিটির অনেকেই। আর এসব ক্ষেত্রে পদপ্রত্যাশী ছাড়াও বর্তমান কমিটির অধিকাংশ নেতা দ্রুত সম্মেলনের পক্ষে বলেও দাবি করা হচ্ছে। 


এই প্রসঙ্গে ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগামী অক্টোবরে সম্মেলন হতে যাচ্ছে এমন গুঞ্জন শুরু হয়েছে সংগঠনের মধ্যে। তবে নেত্রী (শেখ হাসিনা) দেশে আসার পর সুনির্দিষ্ট ভাবে জানা যাবে।’ 


তিনি বলেন, ‘বর্তমান কমিটির হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া বাকিরা সবাই দ্রুত সম্মেলনের পক্ষে। সবাই সম্মেলন চান।


আরও খবর