◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ইন্টারনেট-দুনিয়া বড়ই অদ্ভুত। এতে প্রায় দেখা মেলে বিচিত্র সব জিনিসের। এই যেমন ব্যতিক্রমী একটি বিড়ানছানার কথা বলা যেতে পারে। সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।
একটি বিড়ানছানা তিনটি চোখ নিয়ে জম্মেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিলে এই বিড়ালের সন্ধান মিলেছে। এর একটি ভিডিও আধেয় ও ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম রেডিটে প্রকাশিত হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালথ নামে একজন এই বিড়ানছাড়ার ভিডিও শেয়ার করেন। এর ক্যাপশনে লিখেছেন, ‘তিন চোখের বিড়াল’। ওই ভিডিওতে দেখা যায় বিড়ালটির এক কোটরে দুই চোখ এবং অন্য কোটরে এক চোখ।
এই ভিডিও প্রকাশের পর নেটিজেনদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। এক ঘণ্টার মধ্যে প্রায় ১০ হাজার আপভোট পেয়েছে এবং ৫৬টি কমেন্ট পড়ে।
অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ কেউ ভালোবাসা প্রকাশ করেছেন। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘সে এক নির্বাচিত!’একজন লিখেছেন, ‘তার তৃতীয় চোখ কি কাজ করে? এতে কি রেটিনা আছে?’
বিষয়টি ব্যাখ্যা করা চেষ্টা করেছেন একজন পশুচিকিৎসক। তিনি বলেন, ‘প্রায় এমন এলোমেলো মিউটেশন হয়। এর বেশিরভাগই ঠিক হয়ে যায় বা এর কোষের সংখ্যাবৃ্দ্ধিরে আগেই তা নির্মূল হয়ে যায়। তবে যদি দুই-একটা স্থায়ী হয়, তাহলে তা অপ্রাসঙ্গিক; যা বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএর নন-কোডিংয়ের কারণে হয়।’
তিনি আরও বলেন, ‘এটা দেখতে বেদনাদায়ক হলেও আমি আশা করি অনুভবে বেদনাদায়ক নয়।’
৫ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩৩ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৮ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৯ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে