প্রকাশের সময়: 22-07-2023 05:18:30 am
২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে ইন্টারন্যাশনাল সার্ভিস টিমের (আইএসটি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।
বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যবিপ্রবির হয়ে প্রথমবারের মত যোগদান করতে যাচ্ছেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক ও যবিপ্রবি রোভার স্কাউটের লিডার ও সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ।
গত ১২ জুন (২০২৩) বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক উনু চিং স্বাক্ষরিত যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বরাবর একটি চিঠিতে আগামী ০১-১২ আগস্টে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে মোঃ আব্দুল ওয়াহেদের যোগদানের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয় । চিঠিতে বলা হয়, তিনি যেহেতু আইএসটি সদস্য তাই সম্মেলন শুরুর তিনদিন পূর্বে ২৯ জুলাই তাকে নির্দিষ্ট ভেন্যুতে রিপোর্টিং করতে হবে এবং সম্মেলন শেষ হওয়ার দুদিন পর (১৪ আগস্ট) পর্যন্ত ভেন্যুতে অবস্থান করতে হবে।
এই বিষয়ে আব্দুল ওয়াহেদ বলেন, ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশের হয়ে কাজ করা আমার জন্য গর্বের বিষয়। আইএসটির সদস্য হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে ফুটিয়ে তোলার জন্য আমি সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রম করব। একইসাথে আমার বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে উপস্থাপন করব। মাননীয় উপাচার্য স্যারের উৎসাহ, অনুপ্রেরণায় ও সহযোগীতায় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীর আইএসটির সদস্য হিসেবে মনোনীত হয়েছি। উপাচার্য স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, আব্দুল ওয়াহেদ যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের স্কাউটের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া সিঙ্গাপুর, জাপান, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্কাউটের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ ঘন্টা ১৭ মিনিট আগে
১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে