মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
আজ বুধবার (২৬ জুলাই) নেত্রকোণা জেলার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের ২৬ জুলাই উপজেলার কলমাকান্দার নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত বীর মুক্তিযোদ্ধা।
এরপর থেকে প্রতি বছর ২৬ জুলাই শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। ঐতিহাসিক দিবসটি স্মরণে প্রথমে নাজিরপুর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন ও লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়া শহীদদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মৃতিস্তম্ভ ও কবর স্থানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ উদ্দিন খান খসরু এমপি,নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মহুমদার এমপি,সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক এমপি ছবি বিশ্বাস, নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া,আব্দুল জব্বার, নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলার মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, আব্দুল আজিজ (নেত্রকোণা), মোঃ ফজলুল হক(নেত্রকোণা), মোঃ ইয়ার মাহমুদ(মুক্তাগাছা), ভবতোষ চন্দ্র দাস(মুক্তাগাছা), নুরুজ্জামান( মুক্তাগাছা),দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস(মুক্তাগাছা) ও মোঃ জামাল উদ্দিন ( জামালপুর)। ১৯৭১ সালের ২৭ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ সীমান্ত পিলার নং ১১৭২ সংলগ্ন ফুলবাড়িয়া নামক স্থানে তাঁদের সমাহিত করা হয়। বর্তমানে সাত শহীদের মাজার নামে স্থানটি পরিচিত। প্রতি বছর জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্ব সহকারে দিবসটি পালন করে আসছে।
৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে
১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে