পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত : পুলিশ সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত মাংসে হাড় বেশি দেওয়ায় দোকানে হামলা মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রামুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু অপহরণের শিকার ১২ বাংলাদেশীকে অক্ষত ছেড়ে দিলো আরাকান আর্মি চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত কক্সবাজারের উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু ডোমারে জামায়াতের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ চেয়ারম্যান প্রার্থী মালেকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ডোমারে টেলিফোন প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ডোমারে মাল্লিপাড়া মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কুতুব‌দিয়ায় সাংবা‌দিক‌দের সা‌থে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী এড.ফরিদ চৌধুরী ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের ডিমের দাম হঠাৎ কমে যত হলো ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীন হলে থাকা নিয়ে ভর্তি পরীক্ষার্থীকে হয়রানির অভিযোগ শাবির হল প্রভোস্টের বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বপ্ন ফেরি করা কুবির নীল বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বপ্ন ফেরি করা কুবির নীল বাস, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বাসের আছে নিজস্ব রঙ। এই বাহ্যিক রূপ তাকে রাস্তার অন্যান্য আর দশটা যানবাহন থেকে করে তোলে স্বতন্ত্র। বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকের প্রাথমিক অনুপ্রেরণার উৎস এই নীল বাস। প্রতিটি ক্যাম্পাসে মাধুর্যতা পূর্ণতাদান করে স্বতন্ত্র রঙের বাসগুলো। যাকে বলা চলে নবীন শিক্ষার্থীর স্বপ্নের ফেরি করার প্রাথমিক ধাপ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে প্রায় ১৭ বছর ক্যাম্পাস থেকে কুমিল্লা শহর আবার শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করছে নীল বাসগুলো। শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের প্রথম স্মৃতি হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের নীল বাস। ঝড়বৃষ্টি ভেজা পথই হোক আর তীব্র গরমে সিদ্ধ দিনই হোক ঠিক গন্তব্যে পৌঁছে দিবে ভালোবাসার নীল বাস। ক্লাস-পরীক্ষা কিংবা প্রেজেন্টেশন যাই হোক না কেন এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে পৌঁছে দেয় ভালোবাসার এই নীল বাস। প্রতিদিন সকালে শিক্ষার্থীরা পুলিশ লাইন, কান্দির পাড়, টমছম ব্রিজ আর পদুয়ার বাজার বিশ্বরোড বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আর ক্যাম্পাসের গোল চতুরে বাস থেকে নেমে কেউ যায় ক্লাসে কেউবা আড্ডায় মেতে ওঠতে চলে যায় ক্যাম্পাসের বিভিন্ন ছত্তুরে। শিক্ষার্থীদের আসা-যাওয়ার নিত্যসঙ্গী প্রিয় এই নীল বাস। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব বাসের পাশাপাশি বিআরটিসির ভাড়া বাসেরও ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকালে এসব বাসে ঠাসাঠাসি গাদাগাদি করে দাঁড়িয়ে বসে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোল চতুরে পাশে আর কেন্দ্রীয় মসজিদের পাশে প্রতিদিন সকালে এসে পাড়ি জমায় নীল ও লাল বাসের সারি। তবে প্রতিটি নীল বাসের রয়েছে আলাদা নাম, আলাদা পরিচয় নীলকাব্য, নীলাচল, কৃষ্ণচূড়া, কাশফুল আরও কত কি। মজার ব্যাপার হচ্ছে, কর্তৃপক্ষ নয়, শিক্ষার্থীরাই এই সব নাম দিয়ে বাসকে চিহ্নিত করে। নিজেরাই বাসে লাগায় টিকার আর সাইনবোর্ড। বিশ্ববিদ্যালয়ের নীল বাসকে ঘিরে ছাত্রছাত্রীদের জীবনে প্রতিদিনই রচিত হয় আনন্দ-বেদনার কত কাব্য। বাসে সিট রাখা নিয়ে হাতাহাতি- মারামারি প্রাত্যহিক ঘটনা। নিজেদের মধ্যে এই বাগড়াঝাটি মিটমাট করে নেয়াও সাধারণ ঘটনা। বাসে আসা-যাওয়া করতে করতে শিক্ষার্থীদের মধ্যে সখ্যতা গড়ে ওঠার ঘটনাও বিরল কিছু নয়। শিক্ষাজীবন শেষে যৌথ জীবনের দিকেও পা বাড়ান অনেক জুটি। এক বুক স্বপ্ন, রোমাঞ্চ আর উদ্দীপনা নিয়ে প্রথম বর্গে বিশ্ববিদ্যালয় আঙিনায় পা রাখে শিক্ষার্থীরা। ফেসবুকেও রয়েছে বাসের সক্রিয় কমিটি। কোন কারণে বাসের সময়সূচি পরিবর্তন করা হলে ফেসবুক গ্রুপ কিংবা পেজে তা জানিয়ে দেয়া হয়। বাস কমিটির সদস্য কিংবা শিক্ষার্থীরা এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন নিজেদের স্বাথেই। বাসের সময়সূচিতে পরিবর্তন জানানো থেকে শুরু করে প্রতিটি কমিটির আয়োজনে বার্ষিক বনভোজন নবীনবরণ, ইফতার পার্টি এমনকি বাসের কোন শিক্ষার্থী জন্য রক্ত বা অর্থ সাহায্যের প্রয়োজনেও সর্বদা সক্রিয় এই বাসে যাতায়াত করা শিক্ষার্থীরা। এসব কমিটি পরিবারের মতো যে পরিবার শক্ত বাঁধনে বেঁধে রেখেছে পাত্রীদের সবাইকে। শিক্ষার্থী খন্দকার রেদোয়ান তানজিম বলেন, বাসে উঠারও যে এক অন্যরকম অনুভূতি হতে পারে সেটা বুঝতে পারলাম যেদিন প্রথম ভার্সিটির এই নীল বাসে উঠি, এই বাসটা বাস্তবে শুধুই একটা বাহন হতে পারে কিন্তু আমার আছে আশা উৎসাহ আর অনুভূতির বাহন। অন্য এক জন শিক্ষার্থী কানিজ ফাতেমা गा বলেন, 'গণপরিবহনে উঠলে নিরাপত্তার ভয়। থাকে, অনেক সময় হ্যারেঞ্জমেন্টের ও শিকার হতে হয় তাবে ভার্সিটির বাসে সবসময় নিরাপদ মনে হয়। এই বাস আমার স্বপ্নের অনুপ্রেরণা যোগায়। দিন শেষে প্রিয় এই নাল বাসটি হয়ত আড়ম্বরপূর্ণ কিছুই নয়, এতে নেই এসি, নেই ভাল আসনও, সবার জন্য নির্ধারিত জায়গাও নেই, অনেক সময় হয়ত দাঁড়িয়ে কিংবা ঝুলে যেতে হয়। তারপরও অনেকে স্বপ্ন বুনতে থাকে এই বাসের কোলে বসে। নীল বাসের জন্য আবেগ ভালোবাসা একটু বেশি হয়।

আরও খবর