হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব এখনো দেয়নি ভারত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন কার্নি মাগুরার সেই শিশুর মৃত্যুতে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ নাগরপুরে পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে কৃষি অফিসের প্রণোদনা বিতরণ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৫ শিকারী আটক গোয়ালন্দ সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার । মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে আদমদীঘিতে এ্যাম্পল ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । কুতুবদিয়ায় জমে উঠেছে ঈদ বাজার শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে ক্বেরআত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন প্রাথমিকভাবে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও ঝিনাইগাতীতে নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিস গৃহে জোরপূর্বক তালা, কার্যক্রম ব্যাহত হিন্দু সম্প্রদায়ের সুখ দুঃখে পাশে আছে বিএনপি নিজ কর্মস্থলে আসছেন না তিনদিন ধরেআত্নগোপনে বরিশালে (এডিসি) রাসেদুল ইসলাম নারী নেতৃত্বে "রাজবাড়ী জেলা সংসদ" (রাজেস) এর আত্মপ্রকাশ রমজানে সুস্থতা: সঠিক অভ্যাসে প্রাণবন্ত থাকুন মোংলায় সেই ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

রাবিতে প্রক্সি দিয়ে পেয়েছেন চান্স, ভর্তি হতে এসে হলেন আটক শিক্ষার্থী!

রাবিতে প্রক্সি দিয়ে পেয়েছেন চান্স, ভর্তি হতে এসে হলেন আটক শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার মাধ্যমে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন আহসান হাবীব নামে এক শিক্ষার্থী। পরে ভর্তি হতে আসলে তার জালিয়াতি হাতেনাতে ধরা পড়ে।


গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভর্তি হতে এসে জালিয়াতির কথা স্বীকার করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে তাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রক্সি পরীক্ষা দিতে সহায়তাকারীদের বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করা এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা। জালিয়াতিতে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা হতে পারে।


আটককৃত আহসান হাবীব রংপুরের পীরগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম এবং রেহেনা বেগম দম্পতির সন্তান। আটককৃত আহসান হাবীবের দেওয়া তথ্য অনুযায়ী, সে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে মেরিট লিস্টে জায়গা করে নিয়ে পপুলেশন সায়েন্স এ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পায়। আজ মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হন এই শিক্ষার্থী। এরপর তাকে শেরে বাংলা হলে নিয়ে গিয়ে তিন লাখ টাকা দাবি করে জালিয়াতিতে সহায়তাকারী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রাঙ্গনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এসময় শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন বলেন জানান তিনি।


জালিয়াতির কথা স্বীকার করে আহসান হাবীব বলেন, 'প্রাঙ্গণের সঙ্গে ৪ লাখ টাকায় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি করিয়ে দেওয়ার চুক্তি করেছিলাম। এজন্য আগে তাকে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়েছি। কিছু টাকা বাকি আছে। তাই, আজ ভর্তির পর প্রাঙ্গণ ও কিছু ছেলে মিলে আমাকে শেরে বাংলা হলে নিয়ে যান এবং তিন লাখ টাকা দাবি করেন। এসময় তারা বাড়িতে ফোন দিয়ে টাকা দেওয়ার কথা বলানোর জন্য আমাকে মারধর করেছে। জানতে চাইলে আহসান হাবীবের বাবা সাইফুল ইসলাম বলেন, প্রাঙ্গণ পরিচয় দিয়ে এক ছেলে আমার নিকট তিন লাখ টাকা দাবি করেছে। পরে জানতে পারি সে নাকি আমার ছেলেকে ভর্তি করিয়েছে।


চাঁদা দাবির ব্যাপারে জানতে প্রাঙ্গণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি তিনি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের ব্যাপারে রাজু আহমেদ বলেন, প্রাঙ্গণ ও সনেট ওই ছাত্রকে নিয়ে আমার হলে আসেন। তারা জানায়, "এই ছেলে প্রক্সি দিয়ে ভর্তি হয়েছে। এর নিকট চুক্তির টাকা পাবো। সেটা তোলা লাগবে"। তখন তারা ওই শিক্ষার্থীর বাড়িতে ফোন দিয়ে তিন লাখ টাকা দাবি করে। এখানে প্রক্সি কিংবা চাঁদা দাবির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি জানতে পারি যে, প্রাঙ্গন ও সনেটসহ কয়েকজন এক শিক্ষার্থীকে শেরে বাংলা হলে আটকে রেখেছে এবং তার কাছ থেকে টাকা দাবি করেছে। এটা জানার পরে হলের প্রভোস্টকে বলি ওই শিক্ষার্থীকে প্রক্টর দপ্তরে নিয়ে আসতে। প্রক্টর দপ্তরে আনার পরে সে প্রক্সি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার কথা স্বীকার করায় আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।


আহসান হাবীবের স্বীকারোক্তি অনুযায়ী প্রাঙ্গন, সনেট এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জালিয়াতি করে ভর্তি হওয়া আহসান হাবীব ও তার বাবা-মা আমাদের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি পরীক্ষা দিতে সহায়তা করা এবং প্রক্সি দেওয়া বাবদ অপরিশোধিত টাকা না দেওয়ায় অপহরণ করার অভিযোগ করেছে। এ বিষয়টা পুলিশ তদন্ত করবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতও হতে পারে।


আরও খবর