১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের ডিমের দাম হঠাৎ কমে যত হলো ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীন হলে থাকা নিয়ে ভর্তি পরীক্ষার্থীকে হয়রানির অভিযোগ শাবির হল প্রভোস্টের বিরুদ্ধে মধুপুরে কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি পুকুর পাড়, ঈদগাহ মাঠে স্থাপিত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জিপিএ ফাইভ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। প্রথম টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত আজ যে ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস কুতুব‌দিয়ায় সাংবা‌দিক‌দের সা‌থে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার হানিফের মতবিনিময় হবিগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত। লাখাইয়ে উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক উজানের ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ কুতুবদিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি রাসেল সিকদারের নেতৃত্বে মে দিবস উদযাপন বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত আরও ২ দিন বাড়লো ‘‌হিট অ্যালার্ট’

উদ্যোক্তাদের নিয়ে বই লিখে সাড়া ফেলেছেন ওয়ালী আহমেদ রাব্বি

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-08-2023 12:54:13 pm


বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হন। এদের মধ্যে অধিকাংশ-ই সম্ভাব্য চাকুরী প্রত্যাশী, যারা আসলে স্থায়ী উপার্জনের উৎস খুঁজছে। কিন্তু এসব শিক্ষার্থীদের মধ্যেই বেকারত্বের হার প্রায় ৪০ শতাংশ। বলা যায় তাদের প্রায় অর্ধেক-ই বেকার থাকে। এটি সত্যিই দুঃখজনক।তবে মুদ্রার উল্টো পিঠ ও আছে যারা চাকরির পিছনে না ছুটে নিজেরা উপার্জন করছেন লক্ষ টাকা। তেমনি একজন তরুণ উদ্যোক্তা মোঃ ফজলে রাব্বী। যিনি ওয়ালী আহমেদ রাব্বী (Wali Ahmed Rabby) নামেই সুপরিচিত। পেশায় তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। বর্তমানে ওয়ালী আহমেদ রাব্বি চীন থেকে বিভিন্ন পণ্য আমদানির ব্যবসা করছেন।


যেহেতু তরুণরা এখন অনলাইন মুখী সেজন্যই তিনি অনলাইন এ প্রকাশ করেছেন তার বই। বইয়ের নাম"The Entrepreneur's Journey: From Idea to Success"। বইটি একজন সফল উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে। এই বইটি একজন তরুণের মনোবল ও ধৈর্য বৃদ্ধিতে ব্যাপক সহায়ক।


একজন উদ্যোক্তা তৈরি করতে যে মনোবল দরকার এই বইটি পড়লে সেই মনোবল ও কাজের প্রতি আগ্রহ তৈরি করে যার ফলে একজন তরুণ সহজেই উদ্যোক্তায় পরিণত হতে পারে।এই বই পড়লে তরুণরা মূল্যবান অন্তর্দৃষ্টি এবং শিক্ষা লাভ করবেন। যা সফল উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে।যারা গড়ে তোলার উচ্চ ও নীচকে নেভিগেট করেছেন। এই বইটি তরুণদের উদ্যোক্তা যাত্রার পর্যায়গুলির মধ্য দিয়ে নিয়ে যাবে। ধারণা থেকে শুরু করে পণ্যের বিকাশ, বিপণন, বিক্রয় কীভাবে করতে হবে সেটিও শিখতে পারবে এই বইটি পড়ে। স্থিতিস্থাপকতা, অধ্যবসায় এবং অভিযোজন যোগ্যতার গুরুত্ব এবং সেইসাথে একটি শক্তিশালী নির্মাণের কৌশল সম্পর্কে শিখতে পারবে। এছাড়া মূলধন সুরক্ষিত রাখার প্রক্রিয়াও শেখাবে। তাই সহজেই বইটি এখন দেশে এই প্রজন্মের তরুণরা বইটি পড়তে পড়ছেন খুব সহজেই। দেশে ও বিদেশে বইটি এখন ব্যাপক সাড়া ফেলেছে।বইটির বাংলা সংস্করণ এর নাম ''উদ্যোক্তার যাত্রা: আইডিয়া থেকে' যেটি এখন বাংলাদেশী তরুণদের কাছে জনপ্রিয়।তরুণ উদ্যোক্তাতের সঠিক দিক নির্দেশনা দিতে বই লিখেছেন ওয়ালী আহমেদ রাব্বি।


ওয়ালী আহমেদ রাব্বি বলেন, রূপকথার আলাদিনের চেরাগের মত কোন কিছুই এমনি এমনি আসবে না বরং প্রচুর পরিশ্রম করতে হবে।আমরা যে বড় বড় ব্যক্তিকে দেখতে পাই অথবা সফলতম কোন মানুষকে দেখতে পাই।শুধু তাদের সফলতাকে দেখতে পাই কিন্তু তাদের পরিশ্রমকে দেখিনা।তাদের সফলতার পিছনে কত রাতের যে পরিশ্রম রয়েছে সেটা আমরা বুঝার চেষ্টা করি না অথবা জানার চেষ্টাও করি না। সফলতা এমনি এমনি আসবে না বরং প্রচুর পরিশ্রম করতে হবে।বিশেষ করে একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ বিভিন্ন বিপদ- আপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ঐ বিপদ-আপদ কে হিম্মতের সাথে দূর করতে হবে। তাহলে সফলতা একদিন আপনার কাছে ধরা দিবেই।


এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই তার লেখা বইয়ের প্রশংসা করে এই সময়ের সফল উদ্যোক্তারা। তার লেখা বই পড়ে অসংখ্য তরুণের জীবন ও ভাগ্য পরিবর্তন হয়েছে। তারা এখন উপার্জন ক্ষমতা অর্জন করেছে।