বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন এমপি শাহে আলম।
২০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তের মাধ্যমে উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন। এরপর বানারীপাড়া পৌরসভা আবাসন, জিরাকাঠি আবাসন, দত্তপাড়া আবাসনসহ ৫ টি আবাসনের পুকুরসহ বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক পুকুর গুলো মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়াও সন্ধ্যা নদী সংলগ্ন বিভিন্ন খাল বিলেও এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপত্বে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ভবন ঢাকা থেকে আগত মৎস্য সদর দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদ আল মাসুদ ও বরিশাল বিভাগীয় উপ-পরিচালকের দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. ইয়াছিন, বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন।
এ ছাড়াএ উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী জয়দেব, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের নির্ঝর কবির।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নদী, খাল, বিল মৎস্য সম্পদে ভরে যাবে, মিটবে আমিষের চাহিদা বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।