সৌরমন্ডলের এই পৃথিবীর এক কীর্তনখোলা ভারত-বাংলাদেশ সীমান্ত তিস্তা নদীর পাড়ের একটি সম্ভ্রান্ত বাড়িরের মাতুলায়ে ২০,এপ্রিল ২০০৬ সালে পিতা ছোলেমান গণি ও মাতা আঞ্জুয়ারা বেগম এর কোলে একটি -শিশুর জন্ম । দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে-কিশোরের । জ্যোৎস্না যাকে প্লাবিত করে । বনভূমি যাকে দুর্বিনীত করে । নদীর জোঁয়ার যাকে ডাকে নশার ডাকের মত। শব্দমালা বাক্য রাশি যাকে ছোঁয়ার জন্য আকুল হয়ে থাকে,বাংলার সবুজ সোনালী মাঠে ঘাটে ছুটে বেড়ানো যার ইচ্ছে, পাড়ার ছোঁকড়াদের সাথে এ বন থেকে ও বন ঘুরে বেড়ানো যার শখ। মানুষের দুঃখে বেদনার যিনি ব্যাথিত হন,শৈশব কাল থেকেই যিনি মানব সেবা করার স্বপ্ন দেখেন, তিনি সেই নবীণ কবি ও লেখক আল-আমিন হিমু, শৈশবেই তার মাঝে কবি প্রতিভার উন্মেষ ঘটে। মায়ের অনুপ্রেরণাতে চতুর্থ শ্রেণিতে থাকাকালীন সময়ে লিখে ফেলেন একাধিক কবিতা। সময় এবং মাধ্যমের কারণে সেসব লেখা প্রকাশিত না হলেও অষ্টম শ্রেণিতে থাকা অবস্থায় সম্পাদক সায়েম খান শাওন এর হাত ধরে প্রকাশিত হয় তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ "অবিনশ্বর বিকেল" বইটি।এখন পযন্ত তার প্রকাশিত যৌথকাব্য গ্রন্থ সংখ্যা কুড়িটি-
★/অবিনশ্বর বিকেল।
★/বন্ধ জানালা
★/মুঠোয় বন্ধি ভালোবাসা
★/গোধূলি লগ্নে তোমার সনে
★/তোমার অপেক্ষায় এক বসন্ত,
★/ কল্পনার আলপনা,
★/বিষন্ন দুপুর,
★/শখের কাব্য,
★/ভোরের শিশির,
★/অবিশ্রান্ত মেঘযাপন,
★/আমরা কবিতার কেন্দ্রবিন্দু শুধুই তুমি,
★/ বিজয়ের উল্লাস,
★/বাংলাদেশের ২৩০ কবি।
★/সুন্দর সে ভালোবাসা।
★/চৌষট্টি জেলার কবির মেলা ।
★/প্রিয়জনের রঙিন চিঠি।
★/শ্রাবণ সন্ধ্যায় এসেছিলে তুমি।
★/ভালোবাসা আমার কলঙ্ক।
ইত্যাদি যৌথকাব্য গ্রন্থ ।
বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় যেমন ~
মাসিক সময়ের সুর পত্রিকা,
দিগন্ত পত্র পত্রিকা,
মৌমাছি ম্যাগাজিন পত্রিকা,
নেত্রজল সাহিত্য ম্যাগাজিন,
সময়ের খেয়া
জনতার বিপ্লব
যমুনা প্রতিদিন
সহ বিভিন্ন ম্যাগাজিন পত্রিকায় লেখা প্রকাশিত হলে অল্প দিনের মাঝে এক পরিচিত মুখ হয়ে উঠেন তিনি। লেখালেখির মাধ্যমে অল্প বয়সেই অর্জন করেন-
★'ইয়ুথ ট্যালেন্ট স্টার অ্যাওয়ার্ড-২০২৪’
★কবি আল মাহমুদ স্মৃতি পদক-২০২২
★মাসিক মৌমাছি ম্যাগাজিন পদক-২০২৩
★দিগন্ত পত্র লিখিয়ে পুরুষ্কার-২০২২
★ চিরকুটে সাহিত্য সম্মাননা-২০২২
★সুর সাহিত্য পুরস্কার-২০২৩
★সাহিত্য সম্মাননা-২০২২
★যৌর্থ কাব্যগ্রন্থে নিবার্চিত সেরা কবি সম্মাননা-২২
★বন্ধ জানালা সেরা কবি- ২০২১"
★বর্ণমালা প্রকাশনী থেকে সম্মাননা-২০২২
একাধিক দৈনিক ও মাসিক কবিতা প্রতিযোগিতায় সেরা কবি হিসেবে সনদ।
তার লেখা সবদা উঠে আসে বিদ্রোহ, অন্যায় অত্যাচারে বিরুদ্ধে প্রতিবাদ, দেশ প্রেম,বাংলা প্রকৃতি , সাম্য, প্রেম বিরহ ইত্যাদি। অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বদা সজাগ, তাই সবার কাছে তিনি চির বিদ্রোহী নামেই বেশি পরিচিত।
শিক্ষা জীবনঃকিছু দিন বড়খাতা শিশু নিকেতনে পড়াশোনার পরে মায়ের কর্মরত প্রতিষ্ঠান ভাটিয়া পাড়া দোলাপাড়া স: প্রা: বি থেকে সমাপনী পরিক্ষা দিয়ে ২০১৮ সালে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন শুরু করেন এবং ২০২৩ সাথে কৃতিত্বের সাথে এসএসসি সম্পন্ন করে সরকারি. আলিমুদ্দিন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়ন শুরু করেন।
★প্রতিষ্ঠাতা ও পরিচালক :
হিমু স্মৃতি সংরক্ষণ সাহিত্য একাডেমি।
★সহ-সভাপতি, উদ্দীপ্ত তরুণ সেচ্ছাসেবী সংগঠন।( কেন্দ্রীয় কমিটির)
★যুগ্ম আহ্বায়ক,মাটির মা ফাউন্ডেশন।
★যোগাযোগ সম্পাদক, সোহাগী সাহিত্য পরিষদ।
★ কেন্দ্রীয় সদস্য,জয় বাংলা সাহিত্য পরিষদ।
★সহ: আইন বিষয়ক সম্পাদক, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।
★সাধারণ সম্পাদক, আদর্শের ছায়াপথ।
★ দপ্তর সম্পাদক, বাংলা সাহিত্য আন্দোলন।
★সাহিত্য সম্পাদক,বড়খাতা উচ্চ বিদ্যালয়(২০২২)
আবৃত্তি: কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধীনে ২০২৩ সালে ০১(বছর) মেয়াদি জীবন দক্ষতামূলক প্রশিক্ষণসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন : সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন।
বিভাগ: বিজ্ঞান
শখ: বই পড়া 📖
প্রিয় মানুষ :বাবা-মা👨👩👦
প্রিয় খাবার : চা ☕
প্রিয় রং : হলুদ/কালো⚫🔶
প্রিয় নাম: আনু
রিলিশনশীপ/প্রেম: পছন্দ করি না❌
ভবিষ্যৎ স্বপ্ন : প্রকৃত মানুষ হওয়া
ভবিষ্যৎ পরিকল্পনা : মানব সেবা করা
উচ্চতা :5.5"
ওজন : 52kg
শারীরিক সমস্যা : তেমন কিছু নেই
বর্ন:(নিজের কাছে সবাই সুন্দর )
ধর্ম : ইসলাম 🕌
কখন সব থেকে ভয় হয়: যখন কেউ বিশ্বাস ঘাতকতা করে।
অনুশোচনা?: সাহিত্যিক, দার্শনিক, ধার্মীক, শিক্ষাবিদ হওয়া।
অবসর সময়? : একা থাকতে পছন্দ,
সবসময় হাসি খুশি থাকেন, কথা বেশি বলেন, যুক্তি তর্ক বেশি পছন্দ করেন।
কেমন মানুষ পছন্দ? : যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় সত্য কথা বলে এমন মানুষ।
বেস্ট ফেন্ড:❓
ভাই বোন : ছোট একটা ভাই আছে বোন নাই।
দক্ষ? : সাতাঁর কাটা, গাছে চড়া,মাছ ধরা, গ্রাম্য খেলা, বক্তব্য, ইত্যাদি।
রাজনীতি? : পরোক্ষভাবে যুক্ত।
চশমা?: চোখের কোন সমস্যা নেই। তিনি মনে করেন চশমাটা সাহিত্যের একটা অংশ।
আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চান
১ দিন ৩ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮ দিন ৩৯ মিনিট আগে
২৭ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
৩০ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৩ দিন ৩১ মিনিট আগে
৪০ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে