প্রকাশের সময়: 25-08-2023 07:20:48 am
পাবনা বিজ্ঞানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছেলেদের জন্য নির্মাণাধীন দশ তলা শেখ রাসেল হলের নয়তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল নয়টার নির্মাণাধীন শেখ রাসেল হলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া এক শ্রমিকের নাম মো. তুহিন (২৫), পিতা- আজিজুর রহমান, তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া এলাকায়। আরেকজনের নাম আসাদুল আলী (২৫), পিতা-মজিবর, তার বাড়ী রাজশাহীর গোদাগাড়িতে। আহত শ্রমিকের নাম রবিউল আউয়াল (২৪), পিতা-মো. নয়ন, বাড়ী- পন্ডিতপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলের নয় তলার পশ্চিম পাশে তিনজন শ্রমিক প্লাস্টারের কাজ করতে উপরে ওঠেন। সেখানে কিছুক্ষণ কাজ করার পর ঝুলানো মাছার দড়ি ছিড়ে তিন শ্রমিক নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই তুহিন (২৫) নিহত হন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আসাদুল (২৫) মারা যান। রবিউল আউয়াল এর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পাবনা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আজিজুর রহমান শ্রমিক মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সকালে শুনেছি তিনজন শ্রমিক নয় তলা থেকে পড়ে গেছে শুনেছি। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারা গেছে এমন কোন তথ্য আমার কাছে নাই।
তবে দুইজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি দৈনিক দেশচিত্র কে বলেন, ঘটনা শোনার পর পরপরই আমরা ঘটনাস্থলে আসি। সেখান থেকে দুইজন মারা যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। একজনের অবস্থা গুরুতর, তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার তথ্য আমাদের কাছে আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনার বিষয়ে আমরা মাননীয় উপাচার্য মহোদয়কে অবহিত করেছি।
৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে