নড়াইলের লোহাগড়ায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত প্রদশর্ণীর আউশধানের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে বিশিষ্ঠ সমাজসেবক কাজী সাহেব আলীর সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.হৃদয় হোসেন প্রমুখ। এসময় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেষ পালন ও খাদ্য স্বয়ং সম্পূর্ণ রাখতে আধুনিক জাতের আউশধান উৎপাদনের পরামর্শ দেন। যাতে করে একই জমিতে তিন থেকে চার ফসল আবাদ করা যায়।