কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন... ভগবান শ্রী কৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুন কে কর্ণ কে বান মেরে হত্যা করার নির্দেশ দেন।
অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একেরপর এক বান নিক্ষেপ করে। যা কর্ণ কে ভয়ংকর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে।
মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রী কৃষ্ণ কে প্রশ্ন করেন, "এই তুমি ভগবান? এই তুমি করুনাময়? এই তোমার ন্যায্য বিচার ! যে একজন নিরস্ত্র কে হত্যা করার পরামর্শ দাও ? "
সচ্চিদানন্দময় ভগবান শ্রী কৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, "চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমুন্যও নিরস্ত্র হয়ে গেছিলো, যখন সকলে মিলে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছিলে... তাঁর মধ্যে তুমিও ছিলে । তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলো কর্ণ ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার বিচার।"
অতএব... কর্ম করুন ভেবেচিন্তে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রনা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে.... আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
২১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৭ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৮ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৪ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪১ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪২ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪২ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে