বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

বালু উত্তোলনের ছবি ধারণ করায় সাংবাদিককে পিটিয়েছে বালু দস্যুরা

শ্রীমঙ্গলে অবাধে অবৈধ বালু-মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র, এসব দেখার মতো কেউ নেই


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষিজমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে অর্ধশতাধিক বোমা মেশিন দিয়ে ফসলি জমি থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করে করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র।

এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, কৃষি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।

গত বুধবার (৪ অক্টোবর)বালু উত্তোলনের চিত্র ধারণ করে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নে ভুনবীর চৌমুহনায় বালু দস্যুদের একটি চক্র স্থানীয় এক গণমাধ্যকর্মীকে উলঙ্গ করে পিটিয়ে গুরুতর আহত করে। আহত সংবাদকর্মী তানভির ইসলাম কাওছার (২৮) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের খবর ও দৈনিক বাংলাদেশ পোস্ট এর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

শুধু সাংবাদিককে জখম করে ক্ষান্ত হয়নি তারা। বালুদস্যুরা তার ব্যবহৃত আই ফোন তোলা ছবি ভিডিও কেড়ে নিয়ে গেছে। যাতে ওই ছবি পত্রিকায় প্রকাশ করতে না পারে। সে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের মনির মিয়ার ছেলে।

আহত তানভির ইসলাম কাওছার ঘটনার দিন প্রথমে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

এঘটনায় আহত সাংবাদিক এর খালা খুশ ভানু বেগম বাদী হয়ে একই ইউনিয়নের চিহ্নিত বালু দস্যু কাওছার, ফেরদৌস, কবির মোল্লা, নানু, দুদু , ফয়েজ ও আসলামের নাম উল্লখ করে আরো অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় ইজাহারভুক্ত এক আসামী মোঃ আছলম মিয়া-কে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করে শনিবার (৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

জানা গেছে জানান, ভূনবীর এলাকায় বালু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতিমাসে বিভিন্ন বিশেষ মহলে ২৫/৩০ লাখ মাসোহারা দিয়ে এসব বোমা মেশিন ও ড্রেজার দিয়ে অবৈধভাবে দীর্ঘ কয়েকবছর ধরে বালু উত্তোলন করে আসছেন। এর ফলে বিভিন্ন গ্রামের গ্রামীন সড়ক ও ক্ষেতের জমি বিশাল আকৃতির ভয়ংকর গর্তের সৃষ্টি করা হয়েছে। একেকটি গর্ত নিম্নে ৫০ থেকে ১৫০ ফুট গভীর হবে।  এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সচিত্র প্রতিবেদনের সংবাদ ছবি ও তথ্য সংগ্রহ করে ফেরার পথে  ভুনবীর চৌমুহনী পয়েন্টে এলে বালু ব্যবসায়ীরা তার উপর পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায়  হামলা চালিয়ে উলঙ্গ করে বেদম মারপিট করে গুরুতর আহত করে।

থানার দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, ২নং ভূনবীর ইউনিয়নের অন্তর্গত জৈতাছড়া ও ইলামপাড়া ছড়া থেকে দীর্ঘ দিন যাবৎ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে সিলিকন বালু উত্তোলন করে আসছে। এলাকার ফসলি জমি নষ্ট করে এসব বালু তোলায় পরিবেশের মারাত্মক ক্ষতি সৃষ্টি করেছে। কৃষি জমিতে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে এর ফলে কৃষি জমি রাস্তা ঘাট হুমকির মুখে পড়েছে। কিন্তু সাধারণ মানুষ ভয়ে তাদের এহেন অবৈধ কর্মকান্ডের ভয়ে প্রতিবাদ করতে পারেন না।

গত ৪ অক্টোবর দুপুর ১২ টার দিকে সাংবাদিক তানভির ইসলাম কাওছার কৃষি ড্রেজার মেশিন দিয়ে আসামীরা জমি থেকে বালু তুলছে এমন পেয়ে ঘটনাস্থলে গেলে  বালু তোলা নিয়ে কথা বলায় বালু ব্যবসায়ীরা এই বলে হুমকি দেয় যে, তাদের অবৈধ কর্মকান্ডের বিষয়ে পত্রিকায় খবর প্রকাশ করলে পরিনতি খুব খারাপ হবে। পরে সাংবাদিক কাওছার পার্শ্ববর্তী ইলাম পারায় গিয়ে দেখতে পায় সেখানেও কয়েকজন লোক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এসময় ছবি তুলতে গেলে কাজের বালু শ্রমিকরা ফোনে বিষয়টি বালুদস্যুদেরকে জানায়।  বিভিন্ন স্থানের ছবি তুলে সে বাড়ি ফিরে আসার সময় ২নং ভূনবীর ইউনিয়নের ভুনবীর চৌমুহনী এলাকায় পৌছাঁলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী  বালুদস্যুরা ও অজ্ঞাতনামা আরও ৪ জন অস্ত্র সস্ত্র হাতে পথ রোধ করে দাঁড়ায়। এসময় তারা বালু উত্তোলনের ছবি তোলার কারণ জানতে চায়। এক পর্যায়ে আসামীগন রাস্তায় ফেলে রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। আসামীগণ তাকে হত্যার উদ্দেশ্যে টেনে নিয়ে একটি কালো রঙের এর কারে তোলার চেষ্টা চালায়। এসময় আসামীরা সাংবাদিক তানভির ইসলাম কাওছারের ব্যবহৃত আইফোন (সিম নং- ০১৯০৭১৫৪৪৩৭, যাহার মূল্য এক লক্ষ টাকা) সাংবাদিকতার আইডি কার্ড ছিনিয়ে নিয়া যায়।

আহত সাংবাদিক কাওসার আহমেদ হাসপাতাল থেকে ফোনে জানান, এলাকার চিহ্নিত বালু দস্যু কাওছার, ফেরদৌস, কবির মোল্লা, নানু মিয়াসহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে কৃষি জমি ধংস করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনারদিন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের ছবি ও তথ্য সংগ্রহ করে ফেরার পথে স্থানীয় চৌমুহনী পয়েন্টে হামলা করে বেদম মারপিট করে মোবাইল ফোন,আইডি কার্ড, কেড়ে নিয়ে চলে যায়। সাংবাদিক কাওছার জানায়, ভুনবীর ইউনিয়নের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডি রাস্তার পূর্বে এলাকায়, শাসন বটেরতল এলাকার ঠান্ডা মিয়ার বাড়ির পেছনে, ভুনবির বাজারের পশ্চিমে ইলামপাড়া, ইলাম গ্রামের প্রেমপাড়া, ইলাম বড়পাড়া, ভুনবির জৈতাছড়ার পূর্বে হাওর মিয়ার ফিসারির ভুনবির হাইস্কুলের নতুন বাগান,ভিমশি এলাকায় কুমারপাড়া, মির্জাপুরের কদমতলা, ঠান্ডার মাঠ এর পাশে বিশাল এলাকাজুড়ে কৃষি জমিতে বড় বড় গর্ত করে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এসব একেকটা গর্ত ১শ’ থেকে দেড়শ’ ফুট গভীর। এলাকাগুলোতে কোনটায় ৫ টা কোনটায় ৬ থেকে ৭ টা ড্রেজার মেশিন বসানো রয়েছে। তিনি বলেন, মহল বিশেষকে ম্যানেজ করে বালু ব্যবসায়ীরা রাতের আধারে এসব বালু ভুনবীর চৌমহনা বিশ্ব রোডের ধারে স্তুপ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়। এনিয়ে সংবাদ প্রকাশে তথ্যসংগ্রহ করার খবর পেয়ে বালু ব্যবসায়ীরা আমাকে টার্গেট করে এই হামলা করে। এক পর্যায়ে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে পেটায়। তিনি বলেন, মামলা করার পর তারা মামলা তুলে নেওয়ার জন্য আমার ও আমার পরিবারের লোকজনকে প্রাণ নাসের হুমকি দিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, এনিয়ে আমি উদ্বিগ্ন। আমি এ নিয়ে জিডি করবো।

কাওছার জানায় ভুনবীর, মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষি জমি ধংস করে অবৈধ বালু তোলার খবর পাওয়া গেছে। এ বালু তোলার ফলে এখানকার বিস্তৃীর্ণ কৃষি জমি এখন খালের রূপ ধারণ করেছে। এতে করে এলাকর পরিবেশ ও জীব বৈচিত্র্যের উপর বিরুপ প্রভাব পড়ছে। এ অঞ্চলের মূল্যবান সিলিকা বালু তোলা নিয়ে বেলাসহ দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আপত্তি জানিয়ে আসছে। এর মধ্যে বেলা গত কয়েক বছর আগে উচ্চ আদালতে একটি রিট করায় বালু তোলার উপর প্রশাসনিক কড়াকড়ি আরোপ করা হলেও স্থানীয় প্রভাবশালীরা সরকারী নিয়ম অমান্য করে বালু তোলা অব্যাহত রেখেছে।

পরিবেশবিষয়ক আইনি সংস্থা ‘বেলা’ একটি সূত্র জানায়, বোমা (ড্রজার) মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর, ডোবা-নালা বা গ্রামের বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা, রাস্তা-ঘাট, ফসলি জমি ও গাছপালা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এ আইনকে অবজ্ঞা করেই অবাধে চলছে মাটি ও বালু উত্তোলন।

ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


Tag
আরও খবর