কলমাকান্দায় প্রোগ্রামের গুনগত মান স্ব-পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ নাজিরপুর এপি'র আয়োজনে এপি'র মিলনায়তনে প্রোগ্রামের গুনগত মান স্ব-পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালা উদ্ভোধন করেন, ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ নাজিরপুর এপি'র ম্যানেজার পরিতোষ রেমা। কর্মশালায় বক্তব্য রাখেন, এপি'র প্রোগ্রাম অফিসার উজ্জল রেমা, টুকি চাম্বুগং, মৌরশ্মী লিমা ঘাগ্রা, সুরেশ ঘাগ্রা, মিঠুন ঘাগ্রা ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃফখরুল আলম খসরু।
কর্মশালায় অংশ গ্রহণ করেন, শিশু, গ্রাম উন্নয়ন কমিটি,এনজিও, স্থানীয় সরকার, শিশু ফোরাম, নারী নেত্রী, যুব ফোরাম, ধর্মীয় নেতা, শিক্ষক, সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ ও এফবিও সহ সংস্থার প্রোগ্রাম অফিসার গন।
কর্মশালা পরিচালনা করেন,নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের এপি'র সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক ও ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মানিক রঞ্জণ ভোমিক।
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে