বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

ফিলিস্তিনে ইসরাইলি নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজার উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘ-কে এগিয়ে আসতে হবে : বরুণার পীর


নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি সন্ত্রাসি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার উলামা পরিষদ। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ মাঠেরর সামনে জেলার কওমী আলেমদের সংগঠন উলামা পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদ মৌলভীবাজার এর সভাপতি, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।


সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে শাহ মোস্তফা সড়কের টাউন ঈদগাহ প্রাঙ্গণ থেকে দীর্ঘ এক কিলোমিটারজুড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে গিয়ে ফের সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতে মিলিত হয়। এসময় সড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর চলমান নির্যাতন মানবতাবিরোধী। ইসরাইলি সন্ত্রাসিরা ফিলিস্তিনি বসতিতে চলাচলের সব পথ বন্ধ করে দিয়েছে। পানি ও বিদু্ৎ সংযোগ কেটে দিয়েছে, ফলে খাদ্য, রসদ ও জীবন রক্ষাকারী ওষুধ ফিলিস্তিনি বসতিতে ঢুকতে পারছে না। ইসরাইলি রকেট হামলায় নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এহেন অবস্থায় ৫৭টি মুসলিম রাষ্ট্রের সংগঠন ওআইসির দৃঢ় পদক্ষেপ দেখতে চাই আমরা। বিশ্বের কাছে আমাদের আবেদন, জবান খুলুন, জবান খুলুন। ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে ফিলিস্তিনি মুসলমানরা ইরাইলি সন্ত্রাসিদের মোকাবেলা করছে। মুসলমান কাউকে ভয় পায় না। তাই আমরা জালিমদের সাথে কোন আতাত করতে চাই না। আমরা মজলুমদের পাশে আছি। মজলুমদের কান্না বৃথা যাবে না।

সকাল ১১টায় শুরু হয় সমাবেশ। সমাবেশে অংশ নেন জেলার সাতটি উপজেলা থেকে বিপুল সংখ্যক কওমি মাদাসা শিক্ষার্থী-শিক্ষকসহ কয়েক হাজার সাধারণ মুসল্লীরা।


জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, বরুণা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান ফুয়াদ ও মাওলানা এনামুুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মূফতি সামছুজ্জোহা, রায়পুর মাদ্রাসার মুহতামিম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আহমেদ বিলাল শেখবাড়ি জামেয়াল ভাইস প্রিন্সিপাল মাওলানা আফজাল হামিদী, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, বছিরমহল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল মুগ্নী, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, রাজনগর ঘরগাও মাদ্রাসার মুহতামিম কারী সামসুল ইসলাম, কালিয়ারগাও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ ও দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ ও বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক আরও বলেন, আজকে বিশ্ব দুভাগে বিভক্ত, একটি জালেম শক্তি আরেকটি মাজলুম শক্তি। বিশ্ববাসী আজ দেখবে কারা জালেমের পক্ষে আর কারা মজলুমের পক্ষে। দখলদার জুলুমবাজরা অচিরেই পরাজিত হবে। মুসলমানদের জয় সুনিশ্চিত।


সমাবেশে বক্তারা বলেন, বিপদের সময় এই ইসরায়েলকে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল। অথচ ১৯৪৮ সালে ইসরাইলি বাহিনী অবৈধ দখলদারিত্ব কায়েম করে, তারা লাখ লাখ ফিলিস্তিনি মা-বোন, শিশু-কিশোরদের পাখির মতো গুলি করে হত্যা করে। বক্তারা আরও বলেন, আজকের যে জাতিসংঘ এরা জাতিসংঘ না। এরা বিজাতিসংঘ। তারা মূলত পশ্চিমাদের মদদপুষ্ট সাম্রাজ্যবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ সময়ের দাবি। 


আরও খবর