মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয় ঋতুর বৈচিত্রময় সৌন্দর্যের দেশ বাংলাদেশ। ছয়ঋতুতে বাংলাদেশ ছয় রঙের রুপ ধারন করে, যা পৃথিবীর অন্য কোন দেশে নাই।
তাই তো কবি বলেছেন"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"।
বাংলাদেশে দ'মাস পরপর ঋতু বদল হয়। ছয় ঋতুর ছয় রকম রুপ। এক ঋতুর রুপের সাথে আরেক ঋতুর তেমন কোন মিল নেই। কিন্তু বৈশ্বিক আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে এখন আর ছয় ঋতুর তেমন লক্ষ্যন দেখা যায় না।
এখন দু'টি ঋতুর প্রভাব বেশী মনে হয়। তাহলো গ্রীষ্মকাল এবং শীতকাল। এখন হেমন্ত কাল। কয়েক দিনের মধ্যেই আমন ধান কাটা শুরু হবে। নতুন ধানের মৌ মৌ গন্ধে চার দিক মুখরিত হবে। কৃষকের মুখে দেখা দিবে নির্মল হাসি।
শীতকাল আসতে এখনও দু'মাস বাকি। হেমন্ত কাল হলে রাতের শেষে হালকা শীত অনুভুত হচ্ছে। সকালে গ্রামে হালকা কুয়াশা পড়ছে। মনে হয় যেন হেমন্ত কাল শীতকালকে স্বাগত জানাচ্ছ। আর কয়েক দিন পরই শীতকাল শুরু হবে। তাই এখন প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে। মনে হচ্ছে হেমন্ত কাল যেন শীতকাল কে আগাম শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছে।
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ ঘন্টা ৩ মিনিট আগে
১২ ঘন্টা ৫ মিনিট আগে