◾ শিক্ষা ডেস্ক
শুরু হয়েছে সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিসের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা ২০২২ ইং। উক্ত প্রবন্ধ প্রতিযোগিতায় বিষয় নির্ধারণ করা হয়েছে- " অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে মহানবি (সা.) -এর আদর্শ : বর্তমান প্রেক্ষিত " এই শিরোনামে।
প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার। তারমধ্যে প্রথম : চল্লিশ হাজার (৪০,০০০) টাকা, সনদ ও বই ।দ্বিতীয়: বিশ হাজার (২০,০০০) টাকা, সনদ ও বই। তৃতীয়: দশ হাজার (১০,০০০) টাকা, সনদ ও বই এবং চতুর্থ থেকে পরবর্তী বিশ জনকে সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
◾ প্রবন্ধ প্রতিযোগিতার নিয়মাবলী:
অনধিক ৫০০০ শব্দে A-4 সাইজের কাগজে কম্পোজ করে প্রাবন্ধিকের নাম, ঠিকানা, পরিচয়, মোবাইল নম্বরসহ প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধের বাংলা ফন্ট হবে ‘বিজয় সফ্টওয়্যারের “SutonnyOMJ, ইউনিকোড বা অভ্র” এবং ইংরেজি “Times New Roman”। গ্রন্থ/সূত্রের পূর্ণ বিবরণ ফুটনোটে উল্লেখ করতে হবে।
◾অংশগ্রহণের যোগ্যতা:
স্নাতক, ডিগ্রী বা সমমান ১ম বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী থেকে সহকারী অধ্যাপক বা সমমানের অন্য যেকোনো আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।
◾লেখা পাঠানোর শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ।
◾লেখা পাঠানের ঠিকানা: প্রবন্ধের সফ্টকপি (ওয়ার্ড এবং পিডিএফ) slalive94@gmail.com ইমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।
উল্লেখ্য যে, পুস্কারপ্রাপ্ত ও বাছাইকৃত লেখা SLA-এর উদ্যোগে গ্রন্থাকারে প্রকাশ করা হবে।
◾ আয়োজনে
সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস
রিলেশন টাওয়ার, সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১
যোগাযোগ: ০১৭৫১৬২৪২০৩, ০১৫২১২৫৯৯৪০
৫ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে