শরৎ মানেই যেন কাশফুলের ছোয়া। সরৎকালে প্রকৃতি সাজে এক ভিন্ন রুপে। এই সাজের শেষ মাত্রা যোগ করে কাশফুল। এই সময়ে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় দেখা যায় সাদা রঙ্গের কাশফুল। শিবচর উপজেলার বিভিন্ন যায়গায় কাশফুল দেখা গেলেও উপজেলা সদরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (দাদা ভাই) উপশহর প্রজেক্টে যেন কাশফুলের মেলা বসেছে!
সরেজমিনে দেখা যায়, এই উপশহরে কয়েকশত প্লট থাকলেও বেশির ভাগ জমি এখনো ফাঁকা। এই ফাঁকা জমিতেই এবার দেখা যাচ্ছে বিস্তীর্ন কাশফুল । হঠাৎ করে দেখলে যা বিমোহিত করে যে কাউকে। স্থানটি উপজেলা সদরে হওয়ায় প্রতিদিন প্রায় কয়েক হাজার দর্শনার্থী এখানে পরিবার বা সবান্ধব বেড়াতে আসেন। সম্পুর্ন এলাকায় পায়ে হাটার জন্য পাকা রাস্তা থাকায় অনেকে শিশুদের নিয়ে ঘুরতে আসেন। কাশফুল অনেক লম্বা ও ঘন হওয়ায় সবাই এর সাথে ছবি তোলেন। প্রতিদিন বিকালে এখানে প্রচুর জনসমাগম হয়। দর্শনার্থীদের জন্য এখানে অস্থায়ী ব্যাবসায়ীদের আনাগোনা বেড়েছে। তারা বাদাম, ঝালমুড়ি, চটপটি, আইসক্রিম ইত্যাদি বিক্রি করেন। তবে দর্শনার্থীগন বলছেন, যেহেতু এখানে বিভিন্ন স্থানের লোকজন আসেন তাই কিছুটা নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা উচিত। তাছাড়া এখানে উঠতি বয়সের ছেলেদের মটর সাইকেল নিয়ে স্টান্ট করতে দেখা যায়। এতে অনেকে ভয় পান। তবে দিন শেষে হাতের কাছে প্রকৃতির এমন উপহার পেয়ে খুশি শিবচরবাসী।
১ ঘন্টা ৬ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে