মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) রাত প্রায় ১১টায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক তারেক চৌধুরী (২৫) শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা সাকিল আহমদ (২৪), সাজু মিয়া (২৩), জাহিদ (১৯) এবং আলামীন (২৩)।
গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার (নং-ঢাকা মেট্ট-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচ জন গুরুতর আহত হন।
শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে। এ ঘটনার প্রায় আধাঘণ্টা পর থেকে সড়কে যান চলাচল স্বাভাভিক হয়।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ ঘন্টা ২৮ মিনিট আগে