কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা করেছেন তার বাড়ির গৃহকর্মী (৩০)।
অভিযুক্ত আব্দুর রশিদ (৫০) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের মিয়াবাড়ির মৃত মমতাজ মিয়ার ছেলে এবং বক্সগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই গৃহকর্মী কাজের সুবাদে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং সেখানেই থাকতেন।
সুযোগ পেয়ে আব্দুর রশিদ গৃহকর্মীকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী গৃহকর্মী বলেন, চেয়ারম্যানকে আমি কাকা সম্বোধন করতাম, যখন বাসা ফাঁকা থাকত তখনই উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করতেন। একপর্যায়ে আমি গর্ভবতী হয়ে গেলে চেয়ারম্যান আমাকে বিভিন্ন মানুষের নাম বলেন এবং বিনিময়ে টাকার প্রলোভন দেখান। আমি ৪ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা করি।
এবিষয়ে আব্দুর রশিদ চেয়ারম্যান বলেন- এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, আমি দীর্ঘদিন যাবত রাজনৈতিক করি। এটা আমার সম্মানহানী করার জন্য আমার নির্বাচনী প্রতিদন্ডীরা গৃহকর্মীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান বলেন, আমরা তদন্ত করছি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা রয়েছে।
৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ ঘন্টা ৯ মিনিট আগে
১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
১২ ঘন্টা ০ মিনিট আগে
১২ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে