সোনাইমুড়ীতে নতুন গ্যাস কূপের সন্ধান অবশেষে সাতক্ষীরা প্রাণ প্রাণসায়ের খালের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু সাতক্ষীরা চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলায় ৫ জন আহত হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস পালিত। নান্দাইলে ৫০০ গ্রাম গাজাসহ মাদক সম্রাট শফিকুল ইসলাম রাজিব গ্রেফতার  ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম রা নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা: আটক তিন বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশও স্থগিত উচ্চশিক্ষা অর্জনে শিক্ষকের ভূমিকা তীব্র গরম আরও বাড়তে পারে দেশের বাজারে কোর আই৭ প্রসেসরে চলা নতুন ল্যাপটপ এই গরমে কতটুকু পানি খাওয়া জরুরি পাঁচ বছর লিভটুগেদারের পরও সাইফকে বিয়ে না করার পরামর্শ পেয়েছিলেন কারিনা নজরুল একাডেমী মধুপুর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উদযাপন বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল বাংলা নববর্ষ

জনপ্রিয় নায়ক জসীমউদ্দীনের মৃত্যুর ২৪ বছর

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2022 07:14:05 am

সংগৃহীত ছবি


◾ বিনোদন ডেস্ক 


ঢাকাই ছবিতে তার আবির্ভাব হয়েছিল খলনায়ক হিসেবে। কিন্তু সময়ের পরিক্রমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে। বিশেষ করে অ্যাকশন নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন।


বলছি অকাল প্রয়াত চিত্রনায়ক জসীমের কথা। এই নন্দিত অভিনেতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।


জসীমের আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন। জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি। ১৯৭৩ থেকে তার অভিনয় জীবন শুরু। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। ঢাকার ছবিতে এই জসীমই নতুন ধারার মারপিট শুরু করেন। চলচ্চিত্রে তার যাত্রাটা হয়েছিল ফাইট ডিজাইনার হিসেবে৷ বলা যেতে পারে সিনেমার মূল কোনো শিল্পী তিনি ছিলেন না৷ এক্সট্রা শিল্পী থেকে নিজের ভাগ্যকে তিনি গড়েছেন জনপ্রিয় এক তারকায় পরিণত করে। 


দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ ছবিতে প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। ‘দোস্ত দুশমন’ হিন্দি ‘শোলে’ ছবির রিমেক। এখানে জসীম গব্বর সিং-য়ের খলনায়ক চরিত্রটি রুপদান করে ব্যাপক আলোচিত হন। এরপর খলনায়ক হিসেবে তিনি দীর্ঘদিন একক রাজত্ব করেন ঢালিউডে।


তারপর বেশ কয়েক বছর পর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘ওমর শরীফ’ চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয়তার ধারাবাহিকতায় আশির দশকের প্রায় সকল জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা। তবে শাবানা-রোজিনা এর সাথে তার জুটিই সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষিত-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যেত তাকে।


জসীম অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’,‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামি’, ‘লাল গোলাপ’, ‘দাগী’, ‘টাইগার’,‘হাবিলদার’, ‘ভালোবাসার ঘর’ প্রভৃতি সুপারহিট ছবিতে। সবমিলিয়ে প্রায় দুই`শ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।


নায়ক জসীমই আবিষ্কার করেছিলেন আজকের নায়ক রিয়াজকে। ১৯৯৪ সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘুরতে এসে জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে জসিমের সাথে ‘বাংলার নায়ক’ নামের একটি ছবিতে ১৯৯৫ সালে অভিনয় করেন রিয়াজ।


জসীমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। সেই সংসারে তিন পুত্র সন্তান রাতুল, রাহুল ও সামির জনক জসীম। তারা সংগীত চর্চার সঙ্গে সম্পৃক্ত। 


কালজয়ী নায়ক ও প্রযোজক জসীমের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২ নং ফ্লোরকে জসীম ফ্লোর নামকরণ করা হয়েছে। 

তথ্যসূত্র : প্রতিদিনের বাংলাদেশ

আরও খবর