মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সাবেক আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্য বরন করেন। তিনি ছিলেন বিশিষ্ট কবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা।
তিনি ছিলেন কলমাকান্দা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডাক্তার মুসলিম উদ্দিন আহম্মেদ এর জ্যেষ্ঠ সন্তান। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
সোমবার (২০ নভেম্বর) বাদ যোহর কলমাকান্দা স্টেডিয়াম মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নেত্রকোণা-১ ( কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ ঘন্টা ২১ মিনিট আগে
৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ ঘন্টা ০ মিনিট আগে
১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ ঘন্টা ১১ মিনিট আগে