কলমাকান্দায় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত "মোশতাক আহমেদ রুহী"
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী ২য় বার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর বুধবার (২৯ নভেম্বর) ঢাকা হতে নির্বাচনী এলাকায় ফেরার সময় তাকে অভিনন্দন জানাতে রাস্তার দু'পাশে দুইটি উপজেলার (কলমাকান্দা-দূর্গাপুর) ১৭টি ইউনিয়নের হাজার হাজার কর্মী সমর্থক সকাল থেকেই একত্রিত হতে থাকেন। নেতা-কর্মীরা কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানান।
হাজার হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে নেত্রকোণার শ্যামগঞ্জ, পূর্বধলা হয়ে নির্বাচনী এলাকা দূর্গাপুরে প্রবেশ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও কয়েকটি পথসভায় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন ও মতবিনিয় করেন।
পরবর্তীতে নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে নির্বাচনী এলাকা ও নিজ জন্মস্থান কলমাকান্দায় এসে কলমাকান্দা অডিটরিয়ামে পুনরায় হাজার হাজার নেতা-কর্মীদের ভালোবাসা সিক্ত হন এবং আওয়ামী লীগ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন।
নেত্রকোণার মদনপুর শাহ সুলতান (রঃ)এর মাজার জিয়ারত করে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। নেত্রকোণা থেকে নির্বাচনী এলাকায় আসার সময় হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দু'পাশে দাড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। তিনি দু'হাত তুলে সর্বস্তরের জনগনকে অভিনন্দন জানান।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ৫ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে