“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল নারীকে সম্মামনা প্রদান করা হয়। তাদের মধ্যে সফল জননী নারী হিসাবে বেগম শামছুন্নাহার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোর্শেদা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লায়লা জান্নাতুল ফেরদৌস।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। তথ্য সেবা কর্মকর্তা সুলতানা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, নারী এ্যসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, পার্থ সারথি সরকার প্রমূখ।##
A