বিশ্বসেরা হাফেজ ইন্দোনেশিয়ার জাকি, দেশসেরা নেত্রকোনার ইরশাদুল ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীকে গুম করে- তাহসিনা রুশদীর লুনা ডোমারে জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন বাকৃবির শাহজালাল হলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগাছায় ছাওলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবা, রামদা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ২ বগুড়ায় জুয়ার আসর থেকে কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার চার ক্ষেতলালে শত শত রোজাদারকে ইফতার করালেন সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার না:গঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল হবিগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন বড়লেখায় বিএনপি নেতা সাজু দায়িত্ব নিলেন হতদরিদ্র একশ' শিক্ষার্থীর নতুন করে সুন্দরবনের গুলিশাখালী আগুন পানি সংকট,নেভাতে জোয়ারের অপেক্ষা শ্রীমঙ্গলে শিক্ষকদের সম্মানে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার ইফতার সংস্কার কমিশনের ১১৩টি প্রস্তাবে একমত এনসিপি ঈদ মিছিল হবে ঢাকায়, বসবে মেলা: আসিফ মাহমুদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাত্রী পারাপারের জন্য ব্যাপক প্রস্তুতি। গোয়ালন্দ উপজেলা সাউন্ড ও লাইটিং ব্যবসায়ীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

সমৃদ্ধির হোক নতুন বছর | নূরজাহান নীরা

দেখতে দেখতে কেটে গেলো একটি বছর। ২০২৩ সাল। শতাব্দীর দুয়ারে এসে কড়া নাড়ছে নতুন বছর। ২০২৪ সাল। নতুনের আহবানে মানুষের মনোজগতে তৈরী হয় নানা কৌতূহল। নতুন স্বপ্ন, নতুন আশা। মানুষ স্বভাবতই আশাবাদী। এই নতুন বছর ঘিরেও মানুষের মনে অনেক আশা ও প্রত্যাশা বিরাজ করছে। বিগত বছরের সুখ-দুঃখ, জরাজীর্ণ, রোগ-শোক, পাওয়া- না পাওয়ার সব হিসেব চুকিয়ে নতুন বছরকে বরণ করতে এ-মূহুর্তে প্রস্তুত বিশ্ববাসী। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মানুষও অধির আগ্রহে অপেক্ষা করছে নতুন বছরের। জাঁকজমকপূর্ণ ভাবেই নতুন বছরকে বরণ করবে সবাই। বছরের প্রথম দিনেই শিশু কিশোরদের হাতে উঠবে নতুন বই। অনেক শিশু প্রথম পা-রাখবে স্কুলে। অন্য রকম আনন্দ আর উত্তেজনা এসব শিশু কিশোরদের মাঝে। হাজার কল্পনা তাদের মনে এই নতুন বছর ঘিরে। অনেকে নতুন ব্যবসা শুরু করবেন,অনেকে নতুন চাকরী, অনেকের নতুন সংসার গুছিয়ে নেওয়ার পরিকল্পনা। 


এবার নতুন বছর ঘিরে যোগ হয়েছে নির্বাচনী হাওয়া। বছরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানা কৌতুহল সাধারণ মানুষের মধ্যে। কেমন হবে নির্বাচন? কেমন হবে আগামী বছর। পদ্মাসেতু,মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেস হাইওয়ে নিঃসন্দেহে দেশের জন্য অনেক বড় অর্জন। এই অর্জন যেমন আনন্দের অন্য দিকে বাজার অস্থিরতায় সাধারণ মানুষ দিশেহারা। পুরো ২০২৩ সালটি কেটেছে এই বাজার অস্থিরতায়। সেই করোনাকালীন শুরু এরপর আর মানুষের আার্থিক অবস্থার পরিবর্তন হয়নি। সময় যত বইছে জীবনযাপন তত কঠিন হচ্ছে। যদিও দ্রব্যমূল্যের বিষয়টি যুদ্ধ পরিস্থিতির কারণ হিসেবে ধরা হচ্ছে হচ্ছে। তবে সাধারণ মানুষ চায় নির্বাচিত নতুন সরকার নতুন বছরে সব সংকট কাটিয়ে দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবেন। সাধারন মানুষগুলোর চাওয়াও খুব সাধারণ। তারা একটু ভালো থাকবে, একটু নিশ্চিন্তে ঘুমাবে। অধিক টাকা, বাড়ি গাড়ি তারা চায় না। চায় একটা শান্তিপূর্ণ পরিবেশ। তারা রাজনীতি বোঝে না, ক্ষমতা বোঝে না, তারা বোঝে মায়ের কোল শিশুর নিরাপদ জায়গা। ক্ষুধা-দারিদ্র্য, খুন- গুম ও দুর্নীতি মুক্ত একটা দেশ সবারই চাওয়া। 


আশা রাখি যারা ক্ষমতায় আসবেন দেশের নীতিনির্ধারক হবেন তারা দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সব সংকট কাটিয়ে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিয়ে নতুন আলো দেখাবেন নতুন বছরে এমনই চাওয়া এখন। এ সংকট কাটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণ জনশক্তিতে পরিনত হলেই দেশ সত্যিকার সমৃদ্ধ হবে। সবার উচিত নিজ নিজ জায়গা থেকে, নিজের সততা আর পরিশ্রমের মাধ্যমে নিজ ভাগ্য বদলের। মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া পরিবর্তন সম্ভব নয়। সবাইকে পালন করতে হবে সু-নাগরিকের দ্বায়িত্ব। মা আর মাতৃভূমি সমান। সে মাতৃভূমি মাকে ভালো রাখার দ্বায়িত্ব সবার। নতুন বছরে সেটাই হোক সবার অঙ্গিকার। 




নূরজাহান নীরা 

ফতুল্লা, নারায়ণগঞ্জ। 

আরও খবর