বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটি (লাঙ্গল প্রতীক) মহাজোট বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা তার গাড়িতে চাল বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির ভিতর থাকা বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এসময় তার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংসদ সদস্যের একান্ত সহকারী (পিএ) সাঈদ হোসেন মুঠোফোনে জানান, সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম তালুকদার তার গাড়ি নিয়ে আদমদীঘি উপজেলায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে তিনি সহ তার ব্যক্তিগত গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় একটি ট্রাক এসে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি ভেঙ্গেচুরে যায় এবং সংসদ সদস্য লাঙ্গলের প্রার্থী এ্যাড. নুরুল ইসলাম তালুকদার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চক্রবর্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাল ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তার গাড়িকে ধাক্কা দেওয়ায় এই ঘটনা ঘটে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
৫০ মিনিট আগে
৫০ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে