বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। গত শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুশিন্দা হিন্দুপাড়ার একটি পুকুর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির পুশিন্দা সরদারপাড়ার আবু নাছের সরদারের ছেলে ইমরান হোসেন (৩৩), পুশিন্দা বেকপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে হিরো বেগ (৪০) ও পুশিন্দ হিন্দুপাড়া গ্রামের বিনয় চন্দ্র বর্মনের ছেলে বিপ্লব চন্দ্র বর্মন (৩০)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুশিন্দা হিন্দুপাড়া গ্রামে একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় জুয়া খেলার আসর থেকে ৯০০টাকা এক প্যাকেট তাসসহ সরঞ্জাম জব্দ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে