১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলায এসএসসিতে ২৬১২, দাখিল ৯২৩ ও
টেকনিক্যালে ৪৫ জন, মোট ৩৫৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে
যাচ্ছে।
রোববার বিকালে উপজেলা পরিষদের হলরুমে পরীক্ষা
গ্রহনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম
নূর। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু.
আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও
উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মু. হাসানুজ্জামান, আবাসিক মেডিকেল
অফিসার ডা. মিনাক কুমার বিশ্বাস ও এসআই জুয়েল আহমেদ, আশাশুনি মাধ্যমিকের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজাহরুল ইসলাম মুকুল সহ বিভিন্ন হাইস্কুল,
কলেজিয়েট স্কুল ও মাদ্রাসার সুপারবৃন্দ।
সভায় এসএসসি
পরীক্ষা সংক্রান্ত উপজেলা পরীক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি
ইউএনও রনি আলম নূর, সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার, আশাশুনি সরকারি মাধ্যমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল ও কৃষ্ণ পদ
মণ্ডল। এছাড়া প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
এবছর এসএসসি পরীক্ষায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ
কেন্দ্রে ৫১০ জন, বুধহাটা বিবিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা
কওছারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৭৯৪ জন, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট
স্কুলে ও দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৮২ জন, বড়দল আফতাব
উদ্দিন কলেজিয়েট স্কুল ও বড়দল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন, বিছট
নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আনুলিয়া পাইওনিয়ার গার্লস মাধ্যমিক
বিদ্যালয় কেন্দ্রে ৪০১ জন, মোট ২৬১২ শিক্ষার্থী অংশ গ্রহন করবে।
দাখিল
পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৬১৩ ও গুনাকরকাটি খায়রিয়া
আজিজিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩১০ শিক্ষার্থী অংশ গ্রহন করবে। এছাড়া
আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে ৪৫ জন এসএসসি (টেকনিক্যাল) শিক্ষার্থী অংশ
গ্রহন করবে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে। #