জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শহীদ শেখ রাসেলের স্মৃতিকে ধারণ করে গড়ে ওঠা ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী।
ডোমার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর ইসলাম মোনা, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রানা, পৌর তাঁতী লীগের আহ্বায়ক মোঃ সজিব আহম্মেদ ছোটন সরকার, যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, মোঃ রাশেদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মিলন পাটোয়ারী প্রমুখ।
পরে, কেক কেটে সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।