দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫৬ জন এবং মোট ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
২৬ ফেব্রুয়ারি, সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩১ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩৪।
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যু হয়েছে।
১২ দিন ৫৬ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৫৯ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে