লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রিন্সিপাল কাজী ফারুকী ফারুকী স্কুল এন্ড কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ৯ টায় প্রিন্সিপাল কাজী ফারুকী ফারুকী স্কুল এন্ড কলেজের নতুন মাঠে জাতীয় সংগীত, শপথ বাক্যপাঠ, ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মু.নুরুল আমিন বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৌতম চন্দ্র মিত্র জেলা শিক্ষা অফিসার লক্ষ্মীপুর ।
স্বাগত বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন আহবায়ক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।
সভাপতি অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই, পাশাপাশি পড়ালেখারও কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম সাইফুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,রায়পুর,লক্ষ্মীপুর, মিজানুর রহমান ভূঁইয়া ভাইস-চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্ট, ইঞ্জিনিয়ার কাজী রাসেল ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিন্সিপাল কাজী ফারুকী সাইন্স এন্ড টেকনোলজি, মোঃ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যাপক মু. আনিসুর রহমান ।