বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

ডিসিএল : ৪র্থ কোয়ার্টার ফাইনালে নিউ মডার্ণ জুয়েলার্স ১৭ রানে বিজয়ী

নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ- ২০২৪ (সিজন-৭) : পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর ৪র্থ কোয়ার্টার ফাইনাল ও ১২তম ম্যাচে ক্যাপ্টেন্স একাদশকে ১৭ রানে পরাজিত করেছে নিউ মডার্ণ জুয়েলার্স।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃখ চাষা কর্তৃক আয়োজিত ডিসিএলের ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ক্যাপ্টেন্স একাদশ বনাম নিউ মডার্ণ জুয়েলার্স।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে—নিউ মডার্ণ জুয়েলার্স। মেহেদীর ১১ বলে অপরাজিত ২৬ রানে পুঁজি করে ১৬.০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে নিউ মডার্ণ জুয়েলার্স সংগ্রহ করে ১১৩ রান।

প্রথম ইনিংসে নিউ মডার্ণ জুয়েলার্সের হয়ে আলিম ৭ রান, সোহেল ১৩ রান, শিহাব ও বারিক উভয়ই ২ রান, নায়েন ৪ রান, জুয়েল ১ রান, মিরাজ ১২ রান, গোবিন্দ ২১ রান, হৃদয় ৯ রান, শাহিন ১ রান করেন। এছাড়া একই ইনিংসে ২টি করে উইকেট পেয়েছেন ক্যাপ্টেন্স একাদশের শান্ত, শাহিনুর, শোভন ও লিমন এবং ১টি উইকেট পান আল-আমিন।

১১৪ রানের টার্গেটে ব্যাট করতে ২য় ইনিংসে মাঠে নামে—ক্যাপ্টেন্স একাদশ। তবে অপর পক্ষের বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে চাপে পড়ে যায় তারা। অবশেষে ১৩.০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হন তারা। এর মাধ্যমেই ১৭ রানের জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

২য় ইনিংসে হৃদয় ৩.০ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট সংগ্রহ করেন। তিনিই হন আজকের ম্যাচসেরা। এছাড়া ক্যাপ্টেন্সের হয়ে রাসেল ৮, পারভেজ ২, জুয়েল ১৮, আল-আমিন ২, সুজন ১, শান্ত ২৪, শোভন ২১, শাহিনুর ২ রান করেন এবং পায়েল, প্রিন্স ও লিমন ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। জুয়েলার্সদের হয়ে ৩টি উইকেট সংগ্রহ করেন মিরাজ। এছাড়া শাহিন, নায়েন ও বারিক একটি করে উইকেট পান।

আয়োজকেরা জানান, আগামীকাল শুক্রবার (১লা মার্চ) সকাল ১০টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে নীলফামারী বয়েজ বনাম নিউ মডার্ণ জুয়েলার্স ও দুপুর ২টায় ২য় সেমিফাইনালে ডিমলা রাইডার্স বনাম সোনাহার ক্রিকেট একাদশ মাঠে নামবে।

Tag
আরও খবর