নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানে স্কুলের প্রধান শিক্ষকদের প্রতি নানারকম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উল আলম ভুইঁয়া।
আজ (২০ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহাজারি এম এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসুরহাট এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।