বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

দুঃখ চাষা লীগের চাম্পিয়ন নিউ মডার্ণ জুয়েলার্স

নীলফামারীর ডোমারে দুঃখ চাষা লীগ-২০২৪ এর ৭ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা রাইডার্সকে ৬৬ রানে পরাজিত করে সপ্তম আসরের চাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এবারের শিরোপা নিজেদের করে নিয়েছে নিউ মডার্ণ জুয়েলার্স।

শনিবার (২রা মার্চ) দুপুর ২টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭) : পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নিউ মডার্ণ জুয়েলার্সের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে পাহাড় সম রান সংগ্রহ করে। শাহিনের ৫১ ও মোরসালিনের ৬৬ রানে ভর করে ১৪.০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে নিউ মডার্ণ জুয়েলার্স সংগ্রহ করে ২১৭ রান।

এছাড়া তাদের হয়ে শাওন ২৯, বিপ্লব ৭, সুজন ৭, রুবেল অপরাজিত ২৬, নোমান ১ রান করেন। অপরদিকে, ডিমলার হয়ে মুন্না ৩.০ ওভারে ৫২ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন এবং আবেদ, শিশির, শাহাদ ও প্রামাণিক একটি করে উইকেট পান।

২১৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি ডিমলা রাইডার্স। তবে শাহাদের ৫২ রানে কিছুটা এগিয়ে গেলেও ১৩.০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানে গুটিয়ে যায় তারা। এর মাধ্যমে ৬৬ রানের জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, নীলফামারী-১ আসনের সাংসদের একান্ত সচিব মোঃ সাইয়েদ আল কাদির কানন, জনতা ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডেইজী নাজনীন মাশরাফি নীনা, সাজ্জাদ সু স্টোরের সত্ত্বাধিকারী মোঃ সাজ্জাদ হোসেন, নীল ফ্যাশনের আবু হাতেম, কাজী কিচেনের শাকিল আহমেদ, মুয়াজ ফ্যাশনের আনছারুল ইসলাম নাঈম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ওয়াসিফ আহমেদ সোহাগ প্রমুখ।

এবারের আসরে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ডিমলা রাইডার্সের সাগর, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন নিউ মডার্ণ জুয়েলার্সের হৃদয়, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন নিউ মডার্ণ জুয়েলার্সের মোরসালিন। পরে, টুর্নামেন্টে দায়িত্ব পালনকারী আম্পায়ার ও সেরা নির্বাচিত খেলোয়াড়দের মাঝেও পুরষ্কার তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর