মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণ-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর পক্ষে দলীয় নেতা-কর্মীগন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আল মামুন, ওসি মোঃ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, কলমাকান্দা সরকারী কলেজ,কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলমাকান্দা প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধারা ভাষ্যকার শিক্ষক অঞ্জন সরকার বাবন
১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে