শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বেলা ১০টায় কলেজের মাল্টিপারপাস মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়।
এসময় সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্য বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় শিশু দিবসে সেই মহান মানুষটিকে শিশুরা স্মরণ করবে এটাই স্বাভাবিক। ছবি আঁকার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর গুণাবলি আমাদের শিশুদের মধ্যে সঞ্চারিত হবে। যাতে আজকের এ শিশুরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর মতো দেশের সেবা করতে পারে।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান,প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিঃ কাজী রাসেল , সিনিয়র প্রভাষক শেখ মাঈনুদ্দীন, অনিক দাস প্রভাষক ইংরেজি, প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়।
৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ৫২ মিনিট আগে