নোয়াখালীর চাটখিলে " খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব " এর ৭ম বর্ষপূর্তি উদযাপন
শনিবার (২২ অক্টোবর ) ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত আনন্দ র্যালীর মধ্য দিয়ে নোয়াখালীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব'-এর ৭ম বর্ষপূর্তি পালন এবং ৮ম বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন নোয়াখালীর চাটখিলের একটি ইউনিয়ন থেকে এর পদচারণা শুরু হলেও এখন ক্লাবটি নোয়াখালী জেলা জুড়ে কাজ করে যাচ্ছে।
এ পর্যন্ত ক্লাবটির স্বেচ্ছাসেবকরা সর্বমোট ২০২৫ ব্যাগ রক্ত দান করে মানবসেবায় বিশেষ অবদান রেখেছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে 'খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব' রক্তদান ছাড়াও বিভিন্ন রকম মানবসেবামূলক কাজ করে যাচ্ছে।