লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব আশাশুনিতে রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাগেশ্বরীতে যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শার্শা উপজেলা বিএনপি কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাজাহানপুরে শারিরীক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি আজ পৃথিবীর অন্যতম বড় ইফতার অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব কে নিয়ে কক্সবাজার প্রধান উপদেষ্টা কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস রাজবাড়ীতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস সহ আটক ১ যমজ সন্তানদের পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামনগর পৌরসভার জন্মনিবন্ধন জটিলতার সমাধান করলেন ইউএনও রণী খাতুন শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলীর মৃত্যু

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বিধি নিয়ন্ত্রণ জরুরি


◾নীলকন্ঠ আইচ মজুমদার: বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে জনপ্রিয় একটি বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এইসব যোগাযোগ মাধ্যমের সকল প্রক্রিয়াই সকলস্তরের মানুষের মাঝে এমনভাবে চেপে বসেছে যেন একদিনও একে বাইরে রেখে বেঁচে থাকা সম্ভব না। প্রযুক্তি এগিয়ে যাচ্ছে তার সাথে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হচ্ছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এইসব সামাজিক যোগাযোগ ব্যবহারের রয়েছে বিভিন্ন এ্যাপস। এই এ্যাপস গুলোর নাম এতই জনপ্রিয় হয়ে ওঠেছে যে তা একেবারে আমাদের হৃদয়ের সাথে মিশে গেছে। এসব এ্যাপসের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে আসছি। বিভিন্ন রকমের কার্য সম্পাদনের জন্য এই সব যোগাযোগ মাধ্যমের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এর ব্যবহারের ধরণ যা আমাদের ভাবিয়ে তুলছে প্রতিনিয়ত। প্রত্যেকটি জিনিষের ভালো মন্দ দুটো দিক থাকতে পারে ।


মূলত এর ব্যবহারের উপর নির্ভর করে এর ভালো মন্দ দিক। সম্প্রতি এর ব্যবহার যে হারে বাড়ছে তা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের সেটা ভাববার সময় হয়েছে। ভাবনা যদি সঠিক সময়ে জন্ম না নেয় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ এ কথা বলা চলে। আমাদের সমাজের মানুষ এতটা হুজুগে কাজ করে যে কাজ করার আগে সামান্যটুকু ভাবনাও থাকে মনে। যবু সমাজ যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই যুব সমাজই যখন হয়ে যাচ্ছে অস্থির প্রবণ সেখানে তাদের কাছে ভালো কিছু চাওয়াটা অস্বাভাবিক হবে বলেই মনে হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে সামাজিক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে পরিচিত শব্দ ফেসবুক। একবারে বলা চলে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে নামটি অত্যন্ত পরিচিত। কিছু কিছু মানুষের কাছে কিছুটা বিরিক্তকর হলেও যুব সমাজের কাছে তা অ্যতন্ত জনপ্রিয় মাধ্যম হিসেবেই পরিচিত হয়ে ওঠেছে। এর ব্যবহার দিনদিন এতই বাড়ছে যে এর ব্যবহার ছাড়া যেন সময় কাটানো কল্পনা করা সম্ভব না।


একসময় বিদ্যালয়ের মাঠ যখন বিকেলে কানায় কানায় পরিপূর্ণ থাকতো খেলোয়ারদের নিয়ে এখন সে চিত্র আর লক্ষ্য করা যায় না। মাঠ আছে খেলোয়ার নেই। মাঝে মাঝে বিকেলে মাঠের উপর বসে থেকে দলবেঁধে চলে ফেসবুক দেখা। শুধু ফেসবুক দেখার মাধ্যইে সীমাবদ্ধ নয় যুব সমাজ। এইসব এ্যাপস ব্যবহার করে বিভিন্ন রকমের অপকর্মে জড়িয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। সরে যাচ্ছে লেখাপড়ার টেবিল থেকে। শ্রম মেধা ব্যবহার না করে হয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর। বই পড়া শব্দটি এখন নির্বাসিত। সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে এমনকি দূরে চলে যাওয়া মানুষ গুলোর সাথে যোগাযোগ স্থাপতি হয়েছে পুনরায় এটি একটি খুব ভালো দিক। কম খরচে সবসময় আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা সহজসাধ্য হয়েছে। মোবাইল ফোনে কথা হলেও সরাসরি ছবি দেখার সুযোগ তৈরি হচ্ছে বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে। যারা ফলে সামাজিক বন্ধন সুদৃঢ় হচ্ছে আরো বেশি। নিঃসন্দেহে এ বিষয়টি যথেষ্ট আনন্দ দেয়। তাই এ কথা বলা চলে যে এইসব সামাজিক যোগাযোগের ফলে কম খরচে একে অন্যের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হচ্ছে। কিন্তু এসব জায়গা থেকে আমাদের গ্রহণের জায়গায় যদি মন্দ দিকটিই প্রাধান্য পায় তাহলে জটিলতা বাড়ে। সম্প্রতি তাই ঘটছে আমাদের দেশে তা না মেনে উপায় নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোন তথ্য অতি দ্রুত ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে সব জায়গায়। যার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সামাজিক বিশৃংখলা। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেকে কেন্দ্র করে সমাজের ভালো কাজের জন্য অনেক গ্রুপ তৈরি হয়েছে যা আমাদের আশার বাণী শোনায়।


এ থেকে সমাজের অনেক ভালো ভালো কাজের সূত্রপাত হচ্ছে এ কথা বলার অপেক্ষা রাখে না। মানুষের মাঝে জেগে উঠছে মানবতা। মানুষ হচ্ছে সামাজিক। একজনের সহায়তায় অন্য জন বাড়াচ্ছে সহায়তার হাত এ থেকে আগামী প্রজন্ম আরো উৎসাহিত হচ্ছে। তৈরি হচ্চে ভ্রাতৃত্বের বন্ধন। আবার অন্যদিকে এইসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ সমাজের মাঝে প্রতারণা করার নেশা জেগে বসেছে। বিশেষ করে তরুণ তরুণীদের মাঝে অসামাজিক কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছে। যার জন্য তৈরি হচ্ছে পারিবারিক বিশৃংঙ্খলা। এছাড়াও বিশেষ সুবিধাভোগীরা বিভিন্ন অপকর্মের জন্য ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তৈরি করছে অপরাধের রাজত্ব। এর মূল কারন হলো অতিমাত্রায় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। একটা সময় যখন তরুণ প্রজন্ম বিভিন্ন খেলাধূলা কিংবা সামাজিক সাংষ্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতো তখনকার সময়ে এত অপরাধ প্রবণতা লক্ষ্য করা যেত না। যার ফলে পারিবারিক শক্তি ও সামাজিক শক্তিটা অনেক বেশি থাকতো। সরকার এই বিষয়টা নিয়ে সময় না দিলেও যারা সমাজকে নিয়ে চিন্তা করে তাদের ভাবনায় এ বিষয়টা সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বেশি। এটা যে কেবল নতুন প্রজন্মের সাথী এ হিসেবে শুধু চিন্তার বিষয় তা নয় এটা সামাজিক অবক্ষয় হচ্ছে বিধায় কপালে ভাঁজ পড়েছে বেশি। কিছু দিন পূর্বেও সামাজিক কারনে মেয়েদের মাঝে এ প্রবণতা কম থাকলেও বর্তমানে পাল্লা দিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার।


শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব যে কতটা কেবল মাত্র সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারে শিক্ষকরা। ক্লাস কিংবা পরীক্ষার হলেও মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা ব্যবহার রোধ করা যাচ্ছে না। শিক্ষকরা চাকুরি যাওয়া কিংবা পাল্টা মার খাওয়া কিংবা অপমাণিত হওয়ার ভয়ে শাসন থেকেও বিরত রয়েছেন। তারচেয়ে আরো কঠিন অবস্থানে রয়েছেন পরিবার। ঠিক সময়ে সন্তানের জীবনের কথা চিন্তা এইসব মোবাাইল ব্যবহার থেকেও বাঁধা দিতে পারছেন না। এ যেন এক কঠিন বাস্তবতায় পরিবার এবং শিক্ষক সমাজ। যে যার মতো তার ইচ্ছে হচ্ছে ব্যবহার করছে। রাষ্ট্রীয় কোন নিয়ম নেই এইসব ব্যবহারের বেলায়। নেই কোন বয়সের বাধ্যবাধকতা এবং এ্যাপস ব্যবহারের বিধান। এইসব বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। সহজেই এসব ব্যবহারের ফলে কম বয়সের ছেলেরা বিপথে যাচ্ছে ফলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে এর লাগাম টানতে না পারলে চরম খেসারত দিতে হবে জাতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু বন্ধ করা সম্ভব না তাই সরকারের পক্ষ থেকে এর নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমান প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে এইসব অপকর্ম থেকে কিছুটা হলেও সরে আসবে তরুণ সমাজ।



লেখক : নীলকন্ঠ আইচ মজুমদার

শিক্ষক ও প্রাবন্ধিক


আরও খবর

67d188677ba12-120325071311.webp
ঈদের পোশাক বাজারে লাগামহীন দাম

২ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে




deshchitro-67ca00e5413bc-070325020909.webp
মেডিক্যাল ডায়াগনস্টিক ফি কমানো জরুরি।

৭ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে


67c99e016775f-060325070713.webp
মাটি দূষণ রোধ করা প্রয়োজন

৮ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-67c71dbaad111-040325093522.webp
Health Benefits of Fasting from a Medical Perspective

৯ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে


67c681e4e17a8-040325103028.webp
রমজান মাসে যে আমলে জীবনের গুণাহ মাফ হয়

১০ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে