বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় ওই প্রবাসীর স্ত্রী কদমা উপজেলার গ্রামের সজীব হোসেন (২৮) সহ ৭জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, আদমদীঘি উপজেলার মালোশিয়া প্রবাসীর স্ত্রীকে কদমা গ্রামের সজীব হোসেনসহ অপর বিবাদীরা নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হয়ে তাদের অভিভাবকদের বিষয়টি জানান ওই নারী। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত রোববার রাতে সাহরি খেয়ে তিনি ঘুমাতে গেলে একই গ্রামের সজীব হোসেন অপর বিবাদীদের সহযোগিতায় গোপনে তার ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে প্রতিবেশিরা এসে সজীব হোসেনকে আটক করলেও তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ব্যাপারে থানায় অভিযোগ করেন তিনি।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান, বিষয়টি সরজমিনে তদন্ত করে অফিসার ইনচার্জকে জানানো পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।