কলমাকান্দায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ৩
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের বর্ডার রোড চেংগ্নী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া(২৪),আতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া(২২) এবং হাটশিরা শিবনগর গ্রামের মুজিবুর মিয়ার ছেলে নবী হোসেন(৩৫) মোটর সাইকেলযোগে বর্ডার রোডে ঘুরতে যান। বিকাল ৩টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন বাক ঘুরার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনই সড়কের নীচে পড়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নিহতরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২) এবং হাটশিরা শিবনগর গ্রামের মুজিবুর মিয়ার ছেলে নবী হোসেন(৩৫)।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ ঘন্টা ৫২ মিনিট আগে