কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১৯৭ তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১এপ্রিল) সকাল ১০টায় জামাত শুরু হয়। এতে ইমামতি করেন শহরের বড় বাজার মসজিদের ইমাম মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ। এটি উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত। প্রথমটি দিনাজপুর জেলার গোর-এ শহীদ বড় ময়দান।
এ বছর দেশ-বিদেশ থেকে ৫ লাখেরও বেশী মুসল্লি শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের নামাজে অংশ গ্রহন করেন। দেশের বিভিন্ন জেলা থেকে দুই-তিন দিন আগে থেকেই মুসল্লি আসতে শুরু করে।
রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর ৫ মিনিট আগে ২টি, ০৩ মিনিট আগে ১টি এবং জামাত শুরুর ১ মিনিট আগে শর্টগানের গুলি ছোড়া হয়। জামাত শুরু নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিনত হয়।
মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে মাঠের ভিতর ও বাহিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। মাঠে প্রবেশের সময় প্রত্যেক মুসল্লির শরীর মেটাল ডিডেক্টর দিয়ে তাল্লাশি করা হয়। তাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাঠে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নির্মান করা হয়েছিল ছয়টি ওয়াচ টাওয়ার।এছাড়াও কয়েকটি ড্রোন ক্যামেরা সারাক্ষন মাঠের নিরাপত্তা পর্যবেক্ষন করেছে।
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ ঘন্টা ০ মিনিট আগে
১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ ঘন্টা ৭ মিনিট আগে