প্রসঙ্গ বিদ্যুতের মিটার ভাড়া
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের তার পৌছে গেছে। বিদ্যুৎ থাকুক আর না - ই থাকুক। আমরা এনালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেম পার হয়ে এখন স্মার্ট সিস্টেমে অবস্থান করছি।
প্রতিদিন স্মার্ট বাংলাদেশের সুফল হিসাবে ফেইস বুকের কল্যাণে দেখছি বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে তৈরী করা শর্টফিল্ম। শর্টফিল্ম হলেও বিষয়টি আমাদের দেশের প্রক্ষাপটে বাস্তবতাও আছে।
গ্রাহকদের নিজের টাকায় কিনা মিটারের ভাড়া দিতে হচ্ছে বছরের পর বছর। প্রশ্ন হলো গ্রাহক ৩ হাজার টাকা দিয়ে মিটার কিনে কেন ভাড়া দিবে বিদ্যুৎ কোম্পানিকে? যদি সরকারী নিয়মে মিটার ভাড়া দিতে হয় তাহলে মিটার আনার সময় টাকা দিয়ে কিনে আনতে হবে কেন? এখন যে মিটার ভাড়া আদায় করা হচ্ছে তা কত দিন দিতে হবে এমন কোন নিদের্শনাও নেই। এটা কি দেশের সাধরণ মানুষের সাথে প্রতারণা নয়? এর কি কোন সুরাহা হবে না? নাকি শুধু সাধারণ মানুষের জন্য মিটার ভাড়া সিস্টেম আজীবন চালু থাকবে?
পক্ষান্তরে বিদ্যুৎ কোম্পানী গুলো জনগনের জায়গায় বিদ্যুতের খুঁটি স্থাপন করে ব্যবসা করে যাচ্ছ। সাধারণ মানুষের লাগানো গাছ বিনা নোটিশে কেটে ক্ষতিগ্রস্ত করছে। এজন্য সাধারণ মানুষকে তো কোন ক্ষতিপুর বা খুঁটির জায়গার কোন ভাড়া দিচ্ছে না বিদ্যুৎ কোম্পানী। মিটার স্থাপন করা হচ্ছে গ্রাহকের বিল্ডিংয়ের দেওয়াল বা ঘরের বেড়ায়। খুঁটির জায়গা ও মিটার স্থাপনের দেওয়াল বা ঘরের বেড়ার তো কোন ভাড়া দিচ্ছে না বিদ্যুৎ কোম্পানী?
এখন সময়ের দাবী হয় মিটার ভাড়া বন্ধ করুন, নয়তো গ্রাহকের জায়গায় বিদ্যুতের খুঁটি ও মিটার স্থাপনের ভাড়া দিন।
৭ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৯ মিনিট আগে
২০ ঘন্টা ২২ মিনিট আগে