এ্যাড. তামিম হোসেন সোহাগ এর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি সেনবাগ উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম ৮০ কিমি বেগে ঝড়ের আভাস গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের কুলিয়ারচরে টিকেট কালোবাজারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ভোলায় দুই সন্তানের জননীর আত্মহত্যা। দেবিদ্বারে অসহায় পথ শিশুদের সেবামূলক সংঘঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল এর প্রয়ান,রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন। সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের ওপর হামলা, আতাউর নামে এক আসামী গ্রেফতার। ভোলায় ইয়েস বাংলাদেশের আয়োজনে কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক দ্বি-বার্ষিক পরামর্শ সভা আক্কেলেুর ডালে ঝুলছিল কৃষকের লাশ রামুতে গাড়িযোগে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চাচা – ভাতিজা বেলকুচিতে বোমা বিস্ফোরণ মামলার আসামি আবু তালেব গ্রেফতার ভরিতে ১০৫০ টাকা বাড়ল সোনার দাম ডোমারে চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক : দুই কর্মীকে জরিমানা আগামীকাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ঢাবিতে রিকশাচালকদের মাঝে ইচ্ছেপূরণ ফাউন্ডেশনের ক্যাপ ছাতা বিতরণ ভোলায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কক্সবাজারের রেলপথ অনিরাপদ

প্রায় পৌনে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেললাইনে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে। সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) এ প্রকল্পে পাঁচ মাস ট্রেন চললেও চালু হয়নি কম্পিউটার বেজড ইন্টারলকিং সিস্টেম (সিবিআইএস)।


জাতীয় নির্বাচনের আগে উদ্বোধন করা এ রেলপথে ট্রেন চলছে পুরোনো ম্যানুয়াল সিগন্যাল পদ্ধতিতে। এতে গতকাল বুধবার কক্সবাজারের ডুলাহাজারা স্টেশনে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ‘ঈদ স্পেশাল-৯’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।


এর আগে গত ৫ এপ্রিল সিগন্যালের ভুলে দুই ট্রেন মুখোমুখি চলে আসে। তবে চালকদের দক্ষতায় অল্পের জন্য এড়ানো যায় প্রাণঘাতী দুর্ঘটনা। এ রেলপথে নিরাপত্তা ঝুঁকি রয়েছে জানিয়ে গত ১৬ এপ্রিল রেলওয়ের মহাপরিচালককে চিঠি দেন ট্রেন পরিচালনায় যুক্ত কর্মচারী তথা রানিং স্টাফরা। গতকালের লাইনচ্যুতির বিষয়ে রেল কর্মকর্তাদের ভাষ্য, গরমসহ নানা কারণে লাইন সরে যাওয়ায় বগি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। তবে রেল সূত্র জানিয়েছে ভিন্ন তথ্য। সূত্রটি জানিয়েছে, সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রা করে ‘ঈদ স্পেশাল-৯’ লোকাল ট্রেনটি সকাল ৯টা ৪৩ মিনিটে ডুলাহাজারা স্টেশনে বিরতি করে। নথি অনুযায়ী, ৯টা ৫০ মিনিটে স্টেশন মাস্টার পরবর্তী স্টেশন রামুতে যেতে লাইন ক্লিয়ার দেন। ট্রেনটি যাত্রা করার পর লোকোমাস্টার (চালক) দেখতে পান, রেললাইনের পয়েন্ট ফেভারে নেই। কাটা পয়েন্ট খোলা অর্থাৎ লাইনটি ওপেন। চালক তখনই ব্রেক কষেন। তারপরও ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়।


এ সূত্রের দাবি, স্টেশন মাস্টার কিংবা পয়েন্টসম্যান ভুল করেছেন। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা থাকলে এমনটি ঘটত না। নতুন নির্মিত কক্সবাজার রেললাইন ৬০ কেজির। এ পথে যথাযথ স্লিপার ও পাথর রয়েছে। গরমে লাইন সরে যাওয়ার কারণ নেই। সিবিআইএস না থাকায়, ম্যানুয়াল পদ্ধতির কারণে পয়েন্ট সেট না করে লাইন ক্লিয়ার দেওয়ায় দুর্ঘটনা ঘটে।


রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম সমকালকে বলেছেন, পয়েন্ট সেট না করাসহ অনেক কথা শোনা যাচ্ছে। কে কী বলছে, তা গুরুত্বপূর্ণ নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সব যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। আগামী মঙ্গলবার কমিটি প্রতিবেদন দেবে।


গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল লাইন ডুয়েলগেজ দোহাজারী-রামু-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন। ১ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চালু হয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। পরের মাসে চালু হয় পর্যটক এক্সপ্রেস। ট্রেন দুটি বিরতিহীন। পর্যটন নগরীকে যুক্ত করা এ রেলপথ ভ্রমণে যাত্রীদের আগ্রহ তুঙ্গে। আগামী জুনে এ পথে আরও চারটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ঈদের সময় চট্টগ্রাম থেকে চলা বিশেষ ট্রেনটি স্থায়ী হতে পারে।


ডিআরএম বলেছেন, সরকারের নির্দেশে কক্সবাজার রেলপথে ট্রেন পরিচালনা করা হচ্ছে। প্রকল্প থেকে জানা গেছে, সিবিআইএসের কাজ দ্রুত চলছে, জুনের মধ্যে শেষ হবে। এটি চালুর পর দুর্ঘটনার শঙ্কা কমে যাবে। তখন মানুষ নয়, সফটওয়্যার কাজ করবে।


কয়েকজন ট্রেনচালক ও রানিং স্টাফ সমকালকে জানিয়েছেন, সিগন্যাল পোস্ট থাকলেও তা কার্যকর নয়। সব স্টেশনও চালু নয়। এ কারণে ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে হচ্ছে। নেই মাইল পোস্ট। তাই চালকরা কত গতিতে ট্রেন চলছে বুঝতে পারেন না। কিন্তু কর্তৃপক্ষের চাপ রয়েছে, দ্রুতগতিতে চালিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার। নতুন রেলপথ এখনও প্রকল্পের ঠিকাদারের অধীনে, রেলকে বুঝিয়ে দেওয়া হয়নি। সিবিআইএস চালু না হওয়া পর্যন্ত রেলপথ পরিদর্শন অধিদপ্তর দোহাজারী-রামু-কক্সবাজার পথে সিঙ্গেল ট্রেন তথা একই সময়ে একাধিক ট্রেন চালাতে বলেছিল, যাতে দুই ট্রেনের ক্রসিং না থাকে। এক লাইন রেলপথ হওয়ায়, ট্রেনে ট্রেনে ক্রসিং হয় এ পথে। আর ম্যানুয়াল সিগন্যালিং পদ্ধতি তৈরি করেছে দুর্ঘটনার আশঙ্কা।


এ রেলপথ প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন সমকালকে বলেছেন, কম্পিউটারবেইজড ইন্টারলকিং সিস্টেমের কাজ শেষে কমিশনিং ও টেস্টিং করতে হয়। এটি শুরু হয়েছে। তারপর ইন্টারলকিং হবে। মে মাসের মধ্যে কাজ শেষ হবে। তারপর ইন্টারলকিংয়ে ট্রেন চলবে। চলতি মাসে ৯ স্টেশনের দু-তিনটিতে কমিশনিং ও টেস্টিং চলছে, বাকিগুলো পর্যায়ক্রমে হবে।


গত ১৬ এপ্রিল রানিং স্টাফ সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে মহাপরিচালকের কাছে অভিযোগ করা হয়, নিরাপত্তা নিশ্চিত না হলেও নির্ধারিত সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছে দিতে কর্মকর্তারা চাপ দেন। অফিসে ডেকে হুমকি এবং ঘণ্টায় ৭০ কিলোমিটার অনুমোদিত গতির ট্রেন ৮৫ থেকে ৯০-এ চালাতে বলা হয়। কক্সবাজার রেলপথে স্টেশন, এসআরইআর, ডেড স্টপ চিহ্নিত করা যায় না। জিএস রুল অনুযায়ী বিরতিহীন ট্রেনকে পিএলসি দেওয়ার নিয়ম রয়েছে। রাতে পিএলসি দেওয়ার সময় উজ্জ্বল আলো না থাকায় লুপস্টিক দেখা যায় না। অনেক সময় ভুল পিএলসি দেওয়া হয়। এ কারণে গত ৫ এপ্রিল দুটি আন্তঃনগর ট্রেন একই লাইনে চলে আসে।


রেলকর্মীরা জানিয়েছেন, নতুন নির্মিত কক্সবাজার রেলপথ পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক উঁচুতে। এখানে দুর্ঘটনা ঘটলে ট্রেন নিচে পড়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আধুনিক এ রেলপথে দ্রুতগতিতে ট্রেন চলে। সিগন্যাল ভুল হলেও ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।


ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হতে ২০১০ সালে চট্টগ্রামের দোহাজারী-রামু-কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন করে সরকার। তবে মিয়ানমারের অনাপত্তি না পাওয়ায় রেললাইনটি কক্সবাজারেই থেমে যাচ্ছে। প্রথমে প্রকল্প ব্যয় ছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৩ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ সম্পন্নের পরিকল্পনা ছিল। কিন্তু সমীক্ষা ও বিস্তারিত নকশা হয় ২০১৬ সালে। তাতে ব্যয় বৃদ্ধি হয় ১৮ হাজার ৩৪ কোটি টাকা। প্রকল্প মেয়াদ ২০২৪ সালে জুন পর্যন্ত বর্ধিত করা। রেললাইন কক্সবাজারে থেমে যাওয়ায় প্রকল্প ব্যয় কমিয়ে ১১ হাজার ৭৩৪ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। দোহাজারী-রামু-কক্সবাজার অংশে খরচ কমেছে ৩ হাজার ৭৪১ কোটি ৬৫ লাখ টাকা। সামগ্রিকভাবে প্রকল্প ব্যয় কমবে ৬ হাজার ৩০০ কোটি টাকা।

Tag
আরও খবর



663658e94e442-040524094857.webp
৮০ কিমি বেগে ঝড়ের আভাস

৫ ঘন্টা ০ মিনিট আগে