আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে এক মেম্বরের বিরুদ্ধে জীবিত মহিলার ওয়ারেশ কায়েম সনদ পত্র প্রদানর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডর বৈকরঝুটি গ্রামের সাবেক বাসিন্দা মৃত সুনীল সিংহ এর স্ত্রী রিনা রানী সিংহ কয়েক বছর ধরে ভারতে তার একমাত্র ছেলে বিকাশ সিংহর বাসায় বসবাস করছেন। তার ৬টি মেয়ের (চুমকি রানী, মল্লিকা রানী, টুলু রানী, গঙ্গা রানী, যমুনা রানী ও সীমা রানী) সব কয়টিই ভারতীয় নাগরিকত্ব নিয় বসবাস করছেন। কিন্তু তাকে মৃত দেখিয়ে বোনদের বাদ দিয়ে ছেলে বিকাশকে তার একমাত্র ওয়ারেশ দখিয়ে সনদ পত্র প্রদান করেছেন ওই ওয়ার্ডর মম্বর আজিজুল রহমান। গত ২০ নভম্বর ২০২৩ তারিখ পরিষদের ৬৪২/২৩ নং স্মারকে তিনি এ ওয়ারেশ কায়েম সনদ প্রদান করেন। হিন্দু ধর্মের বিধান অনুযায়ী মায়ের ওয়ারেশ ছিল মেয়েছেলে উভয়। কিন্তু মেম্বর তার তোয়াক্কা করেননি বলে অভিযাগ করেছেন স্থানীয়রা। এছাড়া বিকাশের কান জন্ম সনদ এবং তার মা রিনা রানীর কান মৃত্যু সনদ ইউনিয়ন পরিষদের রজিষ্টারে নেই বলে প্রত্যয়ন দিয়েছেন ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মাও. আবু বক্কর সিদ্দিক।
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ২১ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে