কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার।
দ্বিতীয় ধাপে ২১ মে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫০ হাজার ৪'শ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ১৫ হাজার ৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও ঘোড়া মার্কা প্রতীকে এম কফিল উদ্দিন ৬ হাজার ৬'শ ৭৮ ভোট, দোয়াত কলম প্রতীকে মোঃ আহসান হাবিব রানা ৬ হাজার ৫'শ ৯৭ ভোট ও কাপ পিরিচ প্রতীকে সরদার মোঃ আল মামুন ২ হাজার ২'শ ২ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সাঈদ সরকার টিয়া পাখি প্রতীকে পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আজাহার আলী সরকার টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৪'শ ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মহিল ভাইস চেয়ারম্যান পদে মতি শিউলি কলস প্রতীকে ২৮ হাজার ৮'শ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসতারী রহমান চন্দনা ফুটবল প্রতীকে ২৫ হাজার ৯'শ ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোছাঃ রিপা বেগম হাঁস মার্কা প্রতীকে ২৩ হাজার ৮'শ ৪৮ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা করেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার আতাউর রহমান।
মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া উলিপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিলো।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর কবির সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। উল্লেখ্য, উলিপুর উপজেলা নির্বাচনে ১৫১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩ জন #
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৩ মিনিট আগে
৬ ঘন্টা ১১ মিনিট আগে
৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ ঘন্টা ২১ মিনিট আগে
১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ ঘন্টা ১৯ মিনিট আগে