ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মাছ চাষি দানেশ আলী বাদী হয়ে তিনজন নামীয় এবং অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
২৩ মে বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ঠাকুরগাঁওয়ে মামলাটি করা হয়। যার মামলা নং ১৪৬/২৪। মামলার বাদী বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের বাসিন্দা।
মামলার আসামি হলেন- দিনাজপুরের বালুবাড়ী গ্রামের তানজিনা ফেরদৌস (৩২), আজিম (৪০) এবং ঘাসিপারা গ্রামের শরিফ (৪০) এছাড়াও অজ্ঞাত ৫-৬ জন।
মো: দানেশ আলী দীর্ঘদিন ধরে কবলা সূত্রে খরিদকৃত পুকুরটিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত ১৭ মে শুক্রবার সকালে কোন এক সময় দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে দানেশ আলীর পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষ প্রয়োগে মাছ মরে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১১ ঘন্টা ৪৭ মিনিট আগে