সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিবার্চন ''২০২২
নোয়াখালীর সেনবাগ উপজেলার পৌরসভার প্রাণ কেন্দ্রে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিবার্চন ''২০২২ আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
সোমবার (৩১ অক্টোবর ) মনোনয়ন সংগ্রহ জমার শেষ দিন। সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিবার্চন ''২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার বলরাম চন্দ্র মজুমদার হতে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিলের তথ্য বিবরণী দেওয়া হলো:
মোট ভোটার সংখ্যা = ৭০০
যাচাই-বাচাই-প্রত্যাহার : ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর ।
ভোট গ্রহণ : ১৯ নভেম্বর ২০২২ খ্রীস্টাব্দ।
মোট প্রার্থীর সংখ্যা = ৪৮, মনোনয়নপত্র বিক্রি এবং জমা = ৪৮ ।
নিম্নে প্রার্থীর সংখ্যা ও পদের নাম দেয়া হলো :
সভাপতি : ৩জন
সহ-সভাপতি : ৫জন
সাধারণ সম্পাদক : ৩জন
সহ-সাধারণ সম্পাদক : ৫জন
সাংগঠনিক সম্পাদক : ৩জন
কোষাধ্যক্ষ : ৩জন
ক্রীড়া ও সাংস্কৃতিক : ২জন
দপ্তর সম্পাদক : ৩জন
নিবার্হী সদস্য : ১৯ জন
১ ঘন্টা ৯ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে